জানার কোন শেষ নাই জানার চেষ্টা বৃথা তাই
বর্তমান তথ্য প্রযুক্তি যুগে ইন্টারনেট অত্যন্ত জরুরী বিষয়। হোমো এরশাদ সেনা অফিসার হবার কারণে( তাদের ব্রেন আবার হাটুর তলে থাকে) নিরাপত্তার দোহাই দিয়া সাবমেরিন ক্যাবল কানেকশান লইলোনা। লইলে আইজ আমরা এক হাত হইলেও আগাইতাম। বর্তমানে সাবমেরিন আসার পরও বিভিন্ন ধানা পনাই করে জনগণ এর সরাসরি সেবা পাচ্ছে না। সরকারগুলো কেন যে এমন অপদার্থ হয়।
এখনো আমাদের নেটের যা গতি, একেবারে বেহাল দশা। তার উপর এর ব্যবহার মূল্যও কম নয়, জটিলতাতো আছেই। ইয়াংদের মাঝে এর অকাজের ব্যবহারই বেশী। অবশ্য এটাকে ক্রাইসিস অব টাইম বলা য্য়। আশা করা যায় ব্যাপক সহজ লভ্যতা একে আরো গতিময় করে তুলবে।
কিন্তু হায় এ আশা কার কাছে করবো?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।