আমাদের কথা খুঁজে নিন

   

ইউনুস আলী মেডিকেল কলেজ বন্ধ

শনিবার সকালে কলেজ কর্তৃপক্ষ ও ট্রাস্টি বোর্ড এক যৌথ বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।
বিকাল ৫টার মধ্যে সকল শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হল ত্যাগের নির্র্দেশ দেয়া হয়েছে।
অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গাফ্ফার কলেজ বন্ধের কথা নিশ্চিত করেছেন।
কলেজের শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের গাছ থেকে আম ও লিচু পাড়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার রাত ১০টার দিকে হলে প্রবেশের দুটি গেট বন্ধ করে দেয়া হয়।
এরপর রাত ১১টার দিকে একদল শিক্ষার্থী ভেতর থেকে বাইরে যেতে না পেরে প্রথমে তারা গেটের সামনে হইচই করেন। পরে গেটে ভাংচুর ও গেটের সামনে অগ্নিসংযোগ করেন।
 অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গাফ্ফার ঢাকায় থাকায় কলেজ বন্ধের কারণ জানাতে পারেননি। সিরাজগঞ্জ ফিরে বিস্তারিত জানাবেন বলে জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.