ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হক বাদশা।
শুক্রবার লন্ডন স্কুল অব ইকনমিক্সে 'বাংলাদেশে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং রাজনৈতিক দলগুলোর ভুমিকা' শীর্ষক এই সম্মেলনে বিএনপি সমর্থকদের হামলায় গুরুতর আহত হয়েছেন লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হক বাদশা। প্রতিপক্ষের চেয়ারের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে আরো ছয় জন।
ঘটনার সুত্রপাত হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর চেয়ারম্যান সুলতান মাহমুদ শরীফের বক্তব্য দেয়ার সময়। তিনি বলেন, "আমি এখানে এসেছি মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলতে। যারা মানুষ খুন করে ক্ষমতায় আসে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না। বিএনপির মুখে মানবাধিকারের কথার উদ্দেশ্যই হলো যুদ্ধাপরাধীদের বাঁচানোর প্রচেষ্টা মাত্র। "
এসময় বিএনপির শরিফুজ্জামান তপন ও অপর বিএনপি সমর্থকরা সমস্বরে তার এ বক্তব্যের প্রতিবাদ জানান।
রাজিবুল হক বাদশাও পাল্টা প্রতিবাদ জানান।
শুরু হয় হৈ-চৈ এবং পাল্টা চেয়ার ছোড়াছুড়ি। চেয়ারের আঘাতে আহত হন লন্ডন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হক বাদশা। তারা মাথা ফেটে যায়। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
তার মাথায় ৬-৭টি স্টিচ দিতে হয়।
যুক্তরাজ্য যুবলীগ সভাপতি আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, ওই সময় সেখানে উপস্থিত যুবলীগের ৫০-৬০ জন নেতা-কর্মী বিএনপি সমর্থকদের প্রতিহত করার চেষ্টা করে এবং উভয় পক্ষ পরস্পরকে লক্ষ্য করে চেয়ার ছোড়ে মারতে থাকে। এসময় আরো আহত হন যুবলীগ নেতা আব্দুল মমিন, যুক্তরাজ্য ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জলক পাল ও যুবলীগ কর্মী রুহুল আমিন।
আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগ করেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে।
সুত্র- Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।