আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী জেলা খেলাঘরের সম্মেলন এডভোকেট সুলতানা কামাল



তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল বলেছেন,মুক্তিযুদ্ধের চেতনা হলো সবার অধিকার নিশ্চিত করা। কিন্তুু যারা এ চেতনা নষ্ট করতে চেয়েছে এবং এর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বাধীনতা চায়নি তাদেরকে বুঝিয়ে দিতে হবে তারা অন্যায় করেছে। শুক্রবার সকালে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী পাবলিক হলে নোয়াখালী জেলা খেলাঘরের সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর চেয়ারপারসন অধ্যাপিকা পান্না কায়সার। এসময় তিনি বলেন, ‘৭১ সালে যারা এ দেশকে মেধাশূণ্য করতে চেয়েছিল এবং ৩০ লাখ মা-বোনের হিজ্জত নিয়েছিল সে সকল রাজাকার,আলবদর,আলসামস্ তথা যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে দিয়ে আমরা সত্য ,এবং সুন্দর প্রতিস্থাপন এবং সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করবো।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী, বাবু সুপ্রিয় চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক আব্দুল মতিন, সহ-সাধারন সম্পাদক আবুল ফারাহ পলাশ, বেগমগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়রাম্যান শাহনাজ বেগম নাজু, খেলাঘর নোয়াখালী জেলা কমিটির সভাপতি মাখন লাল দাস প্রমুখ । বিকেলে সুধী সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যা। সমাপনী পর্বে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কুঞ্জলাল কর্মকার। সম্মেলনে ৯ উপজেলা থেকে ১৬টি খেলাঘর আসর অংশগ্রহন করেন। এ উপলক্ষ্যে শিশুকিশোরদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে শিশু কিশোরদের পরিবেশনা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। #

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.