আমাদের কথা খুঁজে নিন

   

তারেক আতংকে বাথরুমে ঘন ঘন আসা-যাওয়া করছে ডিজিাটাল আবাল সরকার।

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে।
এ যেন বাংলার আরেক প্রতিচ্ছবি গত কিছুদিন পুর্বে আমি এক পোস্টে ( Click This Link ) বলছিলাম শীগ্রই তরুন প্রজন্মের অহংকার, নবদিনের অবিসাংবাধিত নেতা তারেক জিয়া দেশে ফিরে আসছেন জাতীর ক্রান্তিকালের কথা চিন্তা করে। ঢাবি ছাত্রদলের সাবেক এক বড় ভাই ফোনে লন্ডন থেকে আমাকে এ কথা জানিয়েছিলেন। সেই মোতাবেক তারেক জিয়া বিশ্বের বিভিন্ন দেশের বিএনপি শাখার নেতাদের নিয়ে লন্ডনে রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

বৈঠকে সবাই এ মুহুর্তে বাংলাদেশে না যাওয়ার জন্য তারেক জিয়াকে পরামর্শ দেয়। কিন্তু তারেক জিয়া দেশে ফিরার জন্য আগের অবস্থানে অনড় থাকেন। কিন্তু কি নির্মম পরিহাস। স্বাধীনতার মহান ঘোষকের পুত্র জাতীর ভবিষ্যৎ কান্ডারী তারেক জিয়াকে দমাতে আমার দেয়া পোস্টের ঠিক ২ দিন পরে তারেকের নামে একটি মামলার চার্জশিট দেয় সরকার। উদেশ্যে আর কিছু নয়।

উদ্দশ্যে হলো তারেকের সম্ভাব্য আগমন ঠেকানো। যায় হোক সার্বিক পরিস্থিতি বিবেচনায় ম্যাডাম জিয়া তারেক জিয়াকে আপাতত দেশে না ফিরার পরামর্শ দেন। শেষ পর্যন্ত মায়ের কথায় তারেক জিয়া আপাতত দেশে না ফিরার সাময়িক সিন্ধান্ত নিয়েছে। বালের এই ডিজিটাল সরকারের এমন হীন চক্রান্ত নষ্যাৎ করে জাতী তার এই ভবিষ্যৎ এই কান্ডারীকে দেশে বরণ করে নিবে মুজিবের ঐতিহাসিক স্বদেশ প্রর্ত্যাবতনের মত সেই সোনালী দিনের প্রত্যাশায় আমরা লাখো কোটি তরুন অপেক্ষায় রইলাম।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.