মফস্বলের চায়ের দোকানগুলোতে, গলির মোড়ের সিডির দোকানগুলোতে একটি বিষয় এখন বেশ লক্ষ্যনীয়। আমাদের দেশের যুদ্ধাপরাধী, ভন্ড ধার্মিক এবং তথাকথিত প্রভাবশালী ফতোয়াবাজদের ফতোয়া ব্যাপক বিনোদন দিচ্ছে।
একটা সময় ছিলো, যখন এসব ফতোয়া আইসক্রিম ওয়ালারা তাদের মাইকে ক্যাসেটের মাধ্যমে গ্রামে ঘুরে ঘুরে এই সব ফতোয়া শুনিয়ে বেড়াতেন। তাদের লক্ষ্য ছিলো, গ্রামের লোকজনের দৃষ্টি আকর্ষণ করা।
কয়েকজন প্রভাবশালী ফতোয়াবাজদের এসব ক্যাসেট তখন চলতোও বেশ।
কিন্তু এখন এসব ক্যাসেট থেকে যেসব সিডি বের হয়েছে বা যেসব ক্যাসেট বাজানো হয় সেগুলো স্রেফ বিনোদন দিচ্ছে।
হঠাৎ রাস্তায় সেদিন দেখি এক সিডির দোকানে বেশ জোরেই বাজছে বিখ্যাত এক ফতোয়াবাজের ফতোয়া সিডি। তো ব্যাপারটা কি? দেখি কয়েকটি নবীন সেখানেব্যাফুক আড্ডা দিতে দিতে শুনছে। কারণ এই ফতোয়ার কি আর কানাকড়ি মূল্যও আছে?
প্রায়ই দেখা যায়, মফস্বলে চায়ের দোকানে বয়স্ক কিছু লোক বাংলা সিনেমা দেখতে ব্যস্ত ভিসিডিতে। বাংলা সিনেমা প্রায় শেষ এমন সময় কোনো এক মুরুব্বী বলে উঠতে পারে ঐ সাঈদীর ক্যাসেটটা চালাতো।
কি ধর্মবোধ থেকে তারা এটা শুনতে চায়?
কিন্তু কেউ স্বীকার করুক আর নাই করুক। একটা সময় ছিলো, এই ফতোয়া কিন্তু লোকজন শুনতো, মানতোও। তখন এসব ফতোয়া শুনে লোক চোখের পানিও ফেলতো। কিন্তু সচেতনতা বেড়ে গেছে, মুখোশ খুলে গেছে, ফতোয়ার আর কানাকড়িও মূল্য নেই।
এখন সবই নিখাদ বিনোদন।
আমি ঠিক বলেছি কিনা একটু চারপাশে দেখুন। বাকি বিচারের ভার আপনাদেরই হাতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।