যেখানে দেখিবে বিদ্যুৎ, থাকিও উহা হইতে শতহস্ত দূর। কাছে আসিলে খাইলেও খাইতে পার অমূল্য বৈদ্যুতিক আঘাত! কাজেই সাবধান!
হেঁ হেঁ.....
সামুতে ঢুইক্যাই আমরা এর খোমাডার লগে পরিচিত হই। এরামভাবেই পরিচিত হই ডাইন পাশের একটা প্যানেলের লগে। নাম তার "হাত বাড়িয়ে দাও"। সেইখানে ঝুলতেসে ৭টা সাহায্য পুষ্ট।
খুবই ভালু। সামুর সাহায্যে মানুষের উপকার হয়, এইটা অনেক ভালো একটা ব্যাপার।
কথা হৈলো, আর কতকাল ঝুলবে এগুলার মাঝে কিছু পুরাতন পুষ্টগুলা? একদম সবার নিচে যে পুষ্টটা আছে, "সাব্বির কি বাঁচবে??? উত্তর আপনাদেরই কাছে...(আপডেটেড) - তাহ্লীল আহেমদ চৌধুরী" সেইটা অনেকদিন আগেই হাওয়া হৈসে। তার উপ্রের শারমিন কাজী বহ্নির পুষ্টটা আছে। তার উপ্রের দুইটা পুষ্টও আছে।
কিন্তু তার উপ্রের দুইটা নাই। তার উপ্রেরটা আবার আছে। তারমানে দাঁড়াইলো, টোটাল ৭টা পুষ্টের মাঝে আছে হৈলো ৪টা পুষ্ট। বাকি তিনটা নাই। বহ্নির পুষ্টে কুনো আপডেট নাই।
সবার শ্যাষে হুট কৈরা ৬ মাস পর একজন কমেন্টাইসেন, পুষ্টটা ষ্টিকির দাবীতে। পুষ্টটা হৈসে ডিসেম্বর মাসের। আপডেটবিহীন এরাম পুষ্ট বাকিগুলাও, শুধুমাত্র ১টা বোধহয় ঠিকঠাকমতো থাকতে পারে। ব্যাপার না। সামুর কোটি কোটি পুষ্টের মাঝে এগুলা কোন বিষয় না।
মানুষরে সাহায্য করার জন্য আরও অনেক পুষ্ট এই প্যানেলে থাকতে পারে।
ভেজালটা হৈলো, তিনটা পুষ্ট নিয়া। নাই যে পুষ্ট, সেইটা হাত বাড়িয়ে দাও এ আছে ক্যামতে? আপডেটবিহীন পুষ্টগুলার ব্যাপারে কিছু বলবো না। কিন্তু সামুর মামু দ্য গ্রেটরা ইদানিং যা শুরু করসে, সামুর হিট কাউন্টার পুরাই বন্ধ কৈরা..... মাইনষের ৩/৪ অংশ হিট ডাকাতি কৈরা ইত্যাদি ইত্যাদি, সেগুলা ক্যামনে সওয়া যায়? হাত বাড়িয়ে দাও অংশটা আছেই বিশেষ উদ্দেশ্যে, কিন্তু ৭টা পুষ্টের মধ্যে ৩টা পুষ্টই নাই, তায় আবার ২টার কুনো আপডেটও নাই, বাকি দুইটার কমেন্ট/সাহায্য সংখ্যাও অতি নগণ্য, এগুলা ক্যামতে কি হবে? মামুরা কি ঘুমান নাকি? হাত বাড়িয়ে দাও এ পুষ্ট ছাড়া লিংক দেখে চ্রম হাসি পাইতেসে। কি একটা হাস্যকর ব্যাপার! এই প্যানেলটা গুরুত্বপূর্ণ।
এরাম একটা প্যানেলে যদি এরাম যে লিংকের পুষ্ট নাই, এরাম জিনিস থাকে, তাইলে ক্যামতে হবে?
মাথায় ঢুকতেসে না।
===================================
হাচা কতা কওনের লিগ্যা মামুরা আমারে ভ্যান কৈরেন্নাআআআআআআআআআআআআআআ!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।