মার্কিন সেনা সদস্য স্টাফ সার্জেন্ট রবার্ট বেলিস আফগানিস্তানে নিরপরাধ ১৬ গ্রামবাসীকে পুড়িয়ে হত্যার জন্য আবারও ক্ষমা চাইলেন।
নিজের এই ন্যাক্যারজনক কাজকে কাপুরুষোচিত বলেও স্বীকার করেছেন তিনি।
এই ঘটনার জন্য ওয়াশিংটনের একটি সেনা ঘাঁটিতে বিচার চলছে বেলিসের। গতকাল বৃহস্পতিবার আদালতেই তিনি এই স্বীকারোক্তি দেন।
উল্লেখ্য, এর আগে গত জুনেও মৃত্যুদণ্ডাদেশ থেকে বাঁচতে বেলিস আদালতে দোষ স্বীকার করেছিলেন। বেলিস জানান, যুদ্ধক্ষেত্রে থাকতে থাকতে তিনি মানসিকভাবে ক্লান্ত ছিলেন। এজন্য সবসময় তার মেজাজ চড়া থাকতো। সেটি ঢাকতেই অতিরিক্ত মদ্যপান করতেন। শুধু তাই নয়, ওই হামলার সময় তিনি মাদকও গ্রহণ করেছিলেন বলে আদালতে স্বীকার করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।