বসন্ত ছুঁই আমি ওই রাত্রি আকাশের তারা গুনে । তোমার ওই নীল সাগরের মাঝে হারিয়ে যাই আমি — সমুদ্র সি-গালের সাথে । বাতাসের ধাবমান আঘাত আমাকে দাঁড় করিয়ে দেয়, সময়ের -- পিণ্ডলামের সামনে । তোমাকে অবাক করা জোছনায় দেখে আমি আর – অবাক হইনা । পৃথিবীর আর প্রাচীনতম ভালোবাসার জন্যে আমি তীর্থের কাকের মত অপেক্ষায় রইনা । ভোরের আলোর সাথে এসেছিলে তুমি সময়ের হাত ধরে , রাত্রির আঁধারে হারিয়ে যাবে এমনটাইতো হওয়ার ছিল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।