আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক বিজ্ঞানের উৎকর্ষের যুগে অক্টোপাসের দৌরাত্ম!



আদিম যুগে মানুষ বড়ই অসহায় ছিল। এই অসহায়ত্বই এক সময় তাদেরকে কুসংষ্কারের পথে ধাবিত করেছিল। মানুষ যখন আকণ্ঠ কুসংষ্কারে নিমজ্জিত হয়ে পড়ল তখন খোদ সৃষ্টিকর্তা তাদেরকে কৃসংষ্কারের পথ থেকে বেরিয়ে আসতে যুগে যুগে প্রেরণ করেছেন মহামনীষীদের। এক সময় মানুষ বিজ্ঞানকে চিনতে পারল। আবিষ্কার করল তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় উপাদান।

বিজ্ঞান আজ চরম উৎকর্ষের যুগে প্রবেশ করেছে। সভ্যতার এ যুগে মানুষ নিজেকে কুসংষ্কারমুক্ত বলে দাবী করে। কিন্তু চলতি বিশ্বকাপ ফুটবল ২০১০ এ খেলাধুলা আমাদের মাঝে যতটুকু না রসদ যুগিয়েছে তার চেয়ে বেশি রসদ যুগিয়েছে একটি প্রাণী "অক্টোপাস। যে নাকি খেলা শুরু হবার আগেই বলে দিতে পারে কে জিতবে। জার্মানীর এ অক্টোপাসটি এখন বিশ্বমিডিয়ায় সবচেয়ে আলোচিত চরিত্র।

বিজ্ঞানের এ চরম উৎকর্ষের যুগে এধরনের একটি কুসংষ্কার পূর্ণ সংবাদ সংষ্কারের দাযিত্ব নিয়ে আভিভুত সংবাদ মাধ্যমগুলো কিভাবে যে তাকে এতো ফলাও করে প্রচার করে বিশ্ব দরবারে আলোচনার নিয়ে আসল তা ভেবে অবাক হই। বিশ্বকাপ ফুটবলে সেমিফাইন্যাল থেকে জার্মানীর বিদায়কে এ নির্বোদ প্রাণীটি ভূমিকা রেখেছে বলে জার্মানরা মনে করে। আর তাইতো তারা এটিকে এখন প্রাণে মারতে উদ্যত হয়েছে। এদিকে এটি এখন স্পেনের কাছে রীতিমতো হিরো হয়েগিয়েছে। আন্তর্জাতিক কুটনীতির ও বিষয় হয়ে দাড়িয়েছে এটি।

স্পেন এটিকে তাদের দেশে নিয়ে যাবার আগ্রহ প্রকাশ করেছে। আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বাকাপ ফুটবল ২০১০ এর ফাইন্যাল খেলা। এ ফাইণ্যাল খেলাকে সামনে রেখে প্রাণীটি নাকি ভবিষ্যত বাণী করেছে স্পেন এবারের বিশ্ব চেম্পিয়ান হতে যাচ্ছে। এদিকে টিয়া নামক আরেকটি প্রাণীর সন্ধান আমরা জানতে পেরেছি পত্রিকান্তরে। টিয়া নাকি নেদারল্যান্ডের পক্ষ নিয়েছে।

নির্বোদ দুটি প্রাণীর ভবিষ্যতবাণী সারা বিশ্বে আগ্রহের সৃষ্টি করেছে যা বিশ্বয়কর। প্রাণীদের ভবিষ্যত বানী তার ওপর আস্থার ব্যাপারটি দেখে কেন জানি প্রশ্ন জাগছে আমরা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি না ক্রমশ: কুসংষ্কারের পথ বেছে নিচ্ছি?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।