আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের টেলি-ট্রানজিট [কপি-পেস্ট]

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

বাংলাদেশের কাছ থেকে ভারতের টেলি-ট্রানজিট পাওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত। এ লক্ষ্যে গত ৬ জুন অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনা সীমান্তে টেলি-ট্রানজিটের এ লিংক যুক্ত হচ্ছে। এরইমধ্যে দর্শনা সীমান্ত থেকে বিটিসিএল’র দর্শনা একচেঞ্জ হয়ে চুয়াডাঙ্গা একচেঞ্জ পর্যন্ত ২৬ কিলোমিটার অপটিক্যাল ফাইবার স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

ঢাকার বিজয়নগরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হামিদা ট্রেডার্সের তত্ত্বাবধানে এ অপটিক্যাল স্থাপনের কাজ চলছে। মাটি খুঁড়ে ৪ ফুট গভীরতায় ক্যাবল টানা হচ্ছে। প্রথম দফায় আগামী এক মাসের মধ্যে পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত হয়ে নদীয়া জেলার কৃষ্ণনগর টেলিস্ট্রিয়াল লিংকে যুক্ত হবে ভারত ও বাংলাদেশ। এরপর বছরের শেষ দিকে এ লিংক ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোতে চলে যাবে বলে জানা গেছে। এর আগে গত ২৪ মার্চ বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এসএম খাবীরুজ্জামান নিশ্চিত করেছিলেন, বাংলাদেশের কাছ থেকে অপটিক্যাল ফাইবারের সংযোগ পাচ্ছে ভারত।

খোঁজ নিয়ে জানা গেছে, টেলি-ট্রানজিট প্রত্যাশী ভারতের সঙ্গে অপটিক্যাল ফাইবার সংযোগের বিষয়টি হবে প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠানের সংযোগ। সরকারিভাবে এখানে আনুষ্ঠানিকতা সম্পাদন করা হবে মাত্র। বিটিসিএল সারা দেশেই তাদের অপটিক্যাল ফাইবার ছড়িয়ে দেবে। এর সঙ্গে যুক্ত থাকবে ভারত। এরইমধ্যে বাংলাদেশে ওয়ারিদ টেলিকমের ৭০ শতাংশ শেয়ার কিনে নিয়ে ভারতের এয়ারটেল প্রথমবারের মতো বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ল্যান্ডফোন অপারেটর বিটিসিএল এবং মোবাইল ফোন অপারেটর টেলিটকের অবকাঠামো শেয়ারের বিষয়ে একমত হয়ে একটি চুক্তিও সই করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত আগস্টে প্রথম বাংলাদেশের কাছে টেলি-ট্রানজিটের প্রস্তাব করে ভারত। ভারত এটি তাদের দেশীয় দুটো টেলিকম কোম্পানির মাধ্যমে নিতে চাচ্ছিল। সে জন্য প্রস্তাবটি পাঠানো হয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র কাছে। সেপ্টেম্বরে বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ এ প্রস্তাবকে স্বাগত জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.