আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগকে বিরোধী দলের সাথে মারামারি করার পরামর্শ দিলেন পাটমন্ত্রী



ছাত্রলীগ নেতা-কর্মীদের নিজেদের মধ্যে মারামারি না করে বিরোধীদের সঙ্গে মারামারি করার পরামর্শ দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আজ শনিবার সকাল ৯টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আয়োজিত "যুদ্ধাপরাধীদের অতিদ্রুত বিচার ও জাতীয় উন্নয়ন বিরোধী কর্মকাণ্ড" প্রতিরোধ-শীর্ষক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন - "চক্রান্তকারীরা ছাত্রলীগে ঢুকে নাশকতা চালাচ্ছে। নিজেদের মধ্যে মারামারি না করে বিরোধী পক্ষের সাথে মারামারি করো না কেন?" তিনি আরো বলেন, বিএনপির কর্মীরা ডাকাত, আর আওয়ামী কর্মীরা হলো ছিঁচকে চোর। আগে বিএনপি নেতা-কর্মীরা গ্রেফতার হলে পুলিশকে প্যাকেট বিরিয়ানি খাইয়ে সরাসরি নিজেরা জেল থেকে বের হয়ে আসতো। আর বর্তমান আওয়ামী লীগ নেতা-কর্মীরা গ্রেফতার হলে টুকু সাহেবের সহযোগিতা নেয়। পাটমন্ত্রী ওয়ান-ইলেভেনের সময় সাংবাদিকদের সমালোচনা করে বলেন, ওয়ান-ইলেভেনের নায়কদের কাছ থেকে টাকা খেয়ে সাংবাদিকরা ওয়ান-ইলেভেনকে আর্শীবাদ জানিয়েছিল এবং টেলিভিশনের ক্যামেরাম্যানরা টাকা না দিলে আমাদের নিউজ দেখাতো না। তিনি টিভি ও পত্রিকার মালিকদেরকে সুবিধাভোগী হিসেবে আখ্যায়িত করেন। সূত্রকঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.