এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগকে সামলান, একটা সরকার সবকিছু তিনমাসে না সামলাতে পারলেও ছাত্রলীগকে সামলানো হয়তো এই সরকারের জন্য কোন ব্যাপার না ।
তাই মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আমার আকুল আবেদন ছাত্রলীগকে দ্রুত সামাল দিন । এই রকম একটা বাহিনীই একটা সরকারকে পথে বসানোর জন্য যথেষ্ট, আগেতো শুনতাম শিবির-ছাত্রলীগ কিংবা ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ এখন আর তেমনটি ঘটছেনা । শুধুই ছাত্রলীগ ছাত্রলীগ সংঘর্ষ, আর এই সংঘর্ষে কোথাও হচ্ছে প্রচুর আহত কোথাও বা নিহত । লেখাপড়া করতে গিয়ে আর কোন মায়ের বুক খালি হোক এটা জনগণ চায় না ।
সুতরাং আমরা শিক্ষাঙ্গনে ছাত্রদের হাতে কাগজ কলমের পরিবর্তে অস্র দেখতে চাই না ।
প্রয়োজনে ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়ে হলেও শিক্ষাঙ্গণে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য উদাত্ত আহ্বব্বান জানাচ্ছি......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।