আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগকে কেন সামলানো যাচ্ছেনা?

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কি? এই প্রশ্নের জবাবে সম্ভাবত সবাই একবাক্যে স্বীকার করবে ছাত্রলীগকে সামলাতে না পারা। (আপাতদৃষ্টিতে) সরকার আপ্রান চেষ্টা করেও তাদের সহযোগী এই সংগঠনকে কোন ভাবেই নিয়ন্ত্রন করতে পারছে না। একটা দেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী এবং তারপরের অবস্থান স্বরাষ্টমন্ত্রীর। আমরা মিডিয়াতে তাদের হম্বিতম্বি, চোখরাঙ্গাগানী দেখছি প্রতিনিয়ত, কিন্তু আশ্চর্যের বিষয় ছাত্রলীগ এটাকে কোন পাত্তাই দিচ্ছে না! স্বয়ং প্রধানমন্ত্রী তাদের প্রতি মান-অভিমান, রাগ-অনুরাগ, শাষন-বারণ সব পদ্ধতিই প্রয়োগ করে চলেছেন, কিন্তু ছাত্রলীগ তাকে থোড়ায় পাত্তা দিচ্ছে! জাবি’তে যাদের রাজনীতি করতে দেখেছি- কিছু ছুচো আর লুচ্চা পোলাপান। এদেরতো পুলিশে দাবড়ানী দিলেই প্যান্ট নষ্ট হওয়ার কথা; আর এরা কিনা রাষ্ট্রপ্রধানের হুমকি-ধামকিকেও পাত্তা দিচ্ছে না! আসলে কারনটা কি?? ছাত্রলীগের এত ক্ষমতার উৎস কোথায়?? - আসলে মন্ত্রীরা শুধু মিড়িয়ার সামনেই লোক দেখানো হুমকি-ধামকি দিচ্ছেন, গোপনে বলছেন, “বাবারা একবার যখন সুজোগ পেয়েছ যতপারো লুটেপুটে খাও আর কবে সুযোগ পাও... - আওয়ামীলীগের কিছু প্রভাবশালী নেতা সরকারে জায়গা না পাওয়ায় তারা সরকার কে বিব্রত করতে ছাত্রলীগকে পিছন থেকে ইন্দন জোগাচ্ছেন - যারা ছাত্ররাজনীতির বিপক্ষে কথা বলে তাদের সরকার দেখাতে চাচ্ছে-দেখ, অংগ সংগঠন থেকে সহযোগী সংগঠন করাতেই আমরা ছাত্রদের সামলাতে পারছি না, আর একদম আলাদা করে দিলে এরা আরো ভয়ংকর হয়ে যাবে - ছাত্ররাজনীতি এতটায় পঁচে গেছে যে ওরা ক্ষ্যপা কুত্তার মত হয়ে গেছে-ভয় ডর কিছু নেই যে যেমনে পারছে লুটেপুটে খেয়ে নিচ্ছে সময় থাকতে অথবা... আর কি কারন থাকতে পারে????????


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.