www.adityaanik.com
খোঁপার কুসুম
খোঁপা খুলে উড়িয়ে দিলি গোল পাহাড়ের ভিড়ে
চুলের পাখি উড়ে গেলে আর কি ফিরে নীড়ে ?
পরীর পাহাড় একলা কাঁদে জোসনা পড়ে ঢলে
লাল দিঘীটি ভাসিয়ে দিলি চোখের নোনা জলে।
তাই তো বলি খোঁপার কুসুম ফেলিস না তুই ছিঁড়ে।
ফয়েজ লেকের স্বচ্ছ পানি দুপুর রোদে পুড়ে
গাছের পাতায় হাত বুলিয়ে মেঘ ভেসে যায় দুরে
তাই তো বলি আমায় নিয়ে যা তুই ঘরে ফিরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।