আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা তো খোঁপার বকুল ফুল, নয় কোন লিপস্টিক

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'

■ কারখানায় লিপস্টিক তৈরি করে পুঁজিবাদ, বাজারে চকচকে অবতল আরশিতে দেখায় প্রত্যাশার বিস্তৃত দৃশ্য । ঠোঁটে ঐন্দ্রজালিক বিশেষন মুখের জ্যামিতির ভোক্তার সংখ্যা বাড়িয়ে দেয় – লিপস্টিক পুঁজিবাদী আগ্রাশনের মুলনীতিটা এমনই । লিপস্টিকে কি আছে ভিটামিন? মালভুমির মত সমতল ঠোটে কি তা সৃষ্টি করে বর্তুলাকার বৃষ্টিফোটার সতেজতা? লিপস্টিক হয়তো কোন টার্বোচার্জার যা আগ্রাশন নামক সিলিন্ডারে অতিরিক্ত অম্লজানের জোগান দেয় । পেয়াজের ঝাঁঝ আনে উর্বশীর ঊষর ভূচরে । পুঁজিবাদের রঙে সাজিয়ে গড়ে উঠে লিপস্টিক-ঠোঁট ।

■■ চোখে আইলাইনার মাসকারা । পিংক ব্লাশার, আইশ্যাডো, গোল্ডেন বা সিল্ভার হাইলাইট করা ঘাগড়া আর লেহেঙ্গা, জিন্সের সাথে পিংক টপস, শর্ট স্কার্ট, এসব হয়তো হিমোগ্লোবিনের লাল বর্নকেই পিংকে রুপান্তর করে মাস্কিউরেড পার্টির মিষ্টোরি আর গোথিসিজমকে ভিন্ন মাত্রা প্রদান করে । ইন্দ্রনীলমনির বুদ্ধিদীপ্ত শ্যামল চোখের ঈশারায় লালায়িত লাল লাভাস্রোত, লিপস্টিকের ফিকে লাল রংয়ে লাজরঞ্জিত ঠোঁটের ডগায় কামোদ্দীপনায় লুকোচুরি খেলে রক্তচোষার লালসা । আর অন্যদিকে পুঁজিবাদী ঈশ্বর থাকেন ভদ্র পল্লিতে । গনিকা পল্লির সুখ দুঃখ তার চোখে পড়ে না ।

ঈশ্বর শুধু মধুময় বানী আউড়িয়ে স্বপ্ন দেখায়, কলকাঠি নেড়ে যায় । ■■■ নিউরনে কৃত্রিম মনস্তত্ব বিস্তৃত করে পুঁজিবাদ কবিকে করেছে মনোরঞ্জন সওদাগর । জমজমের সুবাসিত জীবন-লোবান সদৃশ নির্যাশ হাতে রাতের ঝুলন্ত অন্ধকারে তীর্থের কাকের মত কবি একদা নিয়ন আলোর হাইওয়েতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুজে ফিরেছে জিম মরিসনের কবিস্বত্তা অথবা গায়কস্বত্তার স্বরুপ অনেক অবাক হবার চাওয়া নিয়ে । আজ হামানদিস্তার সুখ-বিলাসে গালিবের অমর গজল গুলো ভিজে যাওয়া শ্লোকাংসের মত মেঘ হয়ে কাঁদে । আলো-আধারীর শব্দ শহরে গোরস্তানে পাতালমুখী কবরের কঙ্কালের মাঝে কবি মাংসপিন্ডের অস্তিত্বও উপলব্ধি করে না ।

■■■■ পশ্চিমা অহংনির্ভর কলাকৈবল্যবাদের ভ্যানিশিং ক্রিম ইদানিং বঙ্গদেশে জন্ম দিয়েছে মুখের জ্যামিতিকে ফর্শাকারী আধুনিকতা । অপসংস্কৃতিতে কলাকৈবল্যবাদের জলরঙ মিশিয়ে বিলিয়ন ডলার ঢেলে বহুজাতিক নব্য ইষ্ট-ইন্ডিয়া কোম্পানী গুলোর জয়যাত্রায় পুঁজিবাদ আরো উন্নততর পুঁজিবাদের পথে । তবে কলাকৈবল্যবাদের চেতনাবিহীন, বিমূর্ত অনুভূতি প্রকাশক শিল্প কখনো পূর্ণতা আর প্রাণ খুজে পায়না । প্রয়োজনের তাগিদের শিল্পচর্চার সৃজনকে আসলে চাহিদা মেটানর শিল্প পণ্য ছাড়া অন্য কোন নাম দেয়া যায় না । ■■■■■ চেতনা দেহের কোন অঙ্গে অবস্থিত প্লাজমেটিক স্পিরিট বা অটোমেটিক ইমপালস নয় ।

চেতনা ধী, মেধ, প্রজ্ঞা ও বিচারশক্তি সম্বন্ধীয় মানষিক বৈশিষ্ট্যের সমষ্টি-উদ্দীপন, স্বকীয়তা, অনুভূতিশীলতা এবং নিজের সত্তা ও আশেপাশের পরিবেশের মধ্যকার সম্পর্ক অনুধাবনের ক্ষমতা । নেপথ্যের অনুপ্রেরণা, দৃশ্য, শ্রব্য, স্পর্শ অথবা আস্বাদ চেতনা সৃষ্টি করে নান্দনিকভাবে ও সার্থকতার সাথে । চেতন ও অবচেতনের অপরূপ গোধূলিলগ্নে, পারিপার্শ্বিক অনির্বচনীয় টানাপড়েন ও দোলাচলের মধ্য দিয়ে কবির হৃদয়ের রক্তক্ষরণের চিহ্ন কবিতার শরীরে মূর্ত হয়ে উঠুক । কবিতা তো খোপার বকুল ফুল, নয় কোন লিপস্টিক। মেকি অন্তর্বাস ছুড়ে ফেলে মনোরঞ্জন সওদাগর বেরিয়ে আসুক লেক্সাসের কাল কাচের আড়াল থেকে ।

সিপাহী বুলবুলির অবাধ উচ্ছাসে চন্দ্রভুক অমবস্যার শেষে, সজীব সূরের মুর্ছনাতে নবীন সবুজ বিটপপত্রে ফলুক জ্যোৎস্না ফসল । ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.