গত কিছুদিন ধলে ফেসবুক এবং বিভিন্ন ব্লগ এমনকি একটি অনলাইন নিউজ সাইটেও দেখলাম যে আগামী ২৭ তারিখ নাকি দুটি চাঁদ দেখা যাবে একটি আসল আরেকটি মঙ্গল গ্রহ। প্রথমে খুব ভালই লেগেছিল , কারণ ২৬ তারিখ ইনশাল্লাহ গ্রামের বাড়ীতে যাব আর ২৭ তারিখ যদি দুই চাঁদ দেখা যায় তাহলে গ্রামের কাছের ডলু নদীর চরে খালি পায়ে হিমু হিমু ভাব নিয়ে হাঁটার অনুভুতিই যেন পাচ্ছিলাম তখন। কিন্তু পরে ভাবলাম গুগল মামার হেল্প নেওয়া দরকার। সার্চ দিয়ে দেখলাম ২০১০ সালের আগস্টেও একই ধরনের গুজব ছড়িয়ে ছিল (অ)সাধু চক্র।
তারপরও আমি বলছিনা যে খবরটা গুজব কিন্তু ভাবার বিষয় "আসলেই কি দেখা যাবে দুই চাঁদ ?"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।