salehin.arshady@gmail.com
আমিও মানি, বর্ষাতেই পাহাড়ে পাহাড়ে টইটই করতে বেশি মজা লাগে। বর্ষা আসলেই পাহাড় তার যৌবন ফিরে পায় যেন। চারিদিকে সবুজ আর সবুজ। পাহাড়ের খাঁজে খাঁজে আটকে থাকে মেঘের সাড়ি। একটু পর পর এসে আপনাকে ভিজিয়ে দিয়ে যাবে।
কিন্তু সবসময় বর্ষাকালেই যে পাহাড় দেখতে হবে এর কোন মানে নেই। পাহাড়ের রূপ ঋতুর সাথে সাথে পালটায়। শীতকালে তার রূপ এক রকম, গরমে আরেক রকম। জুলাই মাঝা মাঝি সময়ে তার চেহারা হয়ে যায় রুক্ষ, সবুজ পাহাড়ের রঙ হয়ে যায় বাদামী। মেঘেরাও ঝলসে যায় সূর্যের আচে মানব শরীরের কথা না হয় বাদই দিলাম।
এডভেঞ্চার প্রেমীদের ভাষ্য অনুযায়ী, প্রকৃতি যত রুক্ষ হবে তাকে জয় করতে তত বেশী আনন্দ পাওয়া যায়।
চিম্বুক থেকে
নীলগিরির নীলিমা
ভরা বর্ষায় এই সাঙ্গুই হয়ে যায় ভয়াল
ইশশ.। এটা যদি আমার ঘর হত
গাছে একটি ও পাতা নেই
আগুনে পুড়িয়ে ফেলা পাহাড়, এখানে আদার জুম চাষ করা হবে
প্রখর রোদে টানা হাটার পর শরীরের সব শক্তি যখন নিঃশেষ, তখনই পেলাম এই পাহাড়ী ঝিরি
রুক্ষতার মাঝে শীতল ঝিরি ১
রুক্ষতার মাঝে শীতল ঝিরি ২
রুক্ষতার মাঝে শীতল ঝিরি ৩
জীবন বাজী রেখে এগিয়ে চলা, এই রোমাঞ্চটুকুর জন্যে সব কষ্ট সহ্য করা যায়
বগা লেক দেখার সাথে সাথেই সব ক্লান্তি নিমিষেই গায়েব
দিনের বেলা যতই গরম থাক, রাতে কিন্তু বেশ ঠান্ডা পড়ে বগা লেকে
ভোরের বগা লেক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।