আমাদের কথা খুঁজে নিন

   

আরবের মানুষের আচরন এতটা রুক্ষ কেন?

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই...
আমার বিদেশে চাকরীর বয়স ১ বছর। তার মাঝে যেমন রোদের কষ্ট তেমন আরবের মানুষের গোলামী। বাংলাদেশে চাকরীর বয়স ১০ বছর। সারা পৃথিবীর মানুষ সম্পকে` একটা ভাল ধারনা হয়েছে। তার মাঝে আরব অথা`ৎ নবীর দেশের মানুষ সম্পকে` আমার শ্রদ্ধা একটু বেশী ছিল।

কিন্তু এখন কারনে বা অকারনে তাল আর খালাস এবং খারাপ আচরনে আমি খুব ক্লান্ত। এত ভাল করে এত সুন্দর কাজ করি এমনকি তাদের যে কাজের লোক তার ও সেবা দান করি তারপরও গালী। তবে আগেই একটু খারাপ ধারনা ছিল। কারন বাংলাদেশে যে হোটেলে কাজ করেছি সেখানে আরবের মানুষের রিজা`ভেশন নেওয়া নিষেধ ছিল কারণ ওনারা বুকিং দিয়ে মদ আর নারীর বৈঠক জমানোর চেষ্টা করে বলে কোম্পানীর মালিকের এক্সপেরিয়েন্স আছে। জানিনা তাদের এমন আচার আচরন কেন, কখনো কি পরিবত`ন হবে।

কখনো কি একটু রেহাই পাব এসব খারাপ লোকদের কাছ থেকে?
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.