আমাদের কথা খুঁজে নিন

   

রুক্ষ মৃত্তিকার রক্তপান

কানাগলি দিয়ে ফিরছিলাম আমরা কজন আকাশে একফালি চাঁদ মৃদু ভেৌতিক অন্ধাকারে ভেসে এল হঠাৎ কান্নার আওয়াজ আলুথালু বেসে বসে আছে একটা জীবন্ত কিছু, কেঁপে কেঁপে উঠছে দমকে দমকে। কে? -একটা এনজেল -না,একটা পরী -না,না,একটা,অন্পরা একটা বাচ্চা শিশু ,খুব সাধারন। আমাদের এখন যেন চিনতেও কষ্ট হয় ও অপরিচিত কেউ নয়,আমাদেরই সবার আদরের টুসি। কেন,কখন,কিভাবে টুসিকে জিজ্ঞাসা করা হয় না, ততক্ষনে টুসির পা বেয়ে নামা রক্তের ধারা জমাট বাঁধতে শুরু করেছে। রুক্ষ মৃত্তিকা তাজা রক্ত পেয়ে আজ তৃপ্ত। আকাশের একফালি চাঁদটা হঠাৎ মেঘের আড়াল নেয়, আমরাও মুখ লুকাই অন্ধকারে। -আজ থেকে তুই আমাদের কেউ নোস -আজ থেকে তুই তোর পরিবারের কেউ নোস -আজ থেকে তুই এ সমাজের কেউ নোস। সবকিছুর জন্যই যেন আমরা টুসিকেই দায়ী করি। কারন নিয়ম ভাঙার নিয়ম আমাদের জানা নেই। টুসি তুই কেন ধর্ষিত হয়েছিলি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।