আমাদের কথা খুঁজে নিন

   

চালাকি ঘৃণ্য, বুদ্ধিমান শ্রদ্ধার।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

মানুষ কেন এত চালাকি করে, কথা বলার সময় হিসেব করে কোনটা লাভের কোনটা লোকসানের, চলার সময় হিসেব করে কোন পথে মুনাফা যদিও তা হোক অন্যের ক্ষতির, ভালবাসতে হিসেব করে কোন ভালবাসায় সুযোগ আছে ভাল করার, ভাল পাওয়ার। আত্মীয়তা করতে হিসেব করে ব্যবসায়ীক সুবিধা, রাজনৈকিত আশ্রয়, ক্ষমতার প্রশ্রয়। কথার সাথে কথা এমনভাবে মিশিয়ে কথার জিলাপী উপহার দেয়, তাতে বীষিয়ে ওঠে মন, মনে হয়, ধরে দুইটা চড় দিই কষে। সত্যি, চালাকি করা, বেশি মারপ্যাঁচ নিয়ে জীবন চালিত করা, সবখানে নিজের বিজয় কেতন উড়ানোকে, সবখানে নিজের স্বার্থকে বড় করে দেখে নিজের স্বার্থ হাসিল করা-কে আমি ঘৃণা করি। কেন সবকিছুর মধ্য থেকে নিজের স্বার্থটাকে সুক্ষ কারুচুপি করে বের করে নিয়ে আসতে হবে, কেন? এত কিসের তাড়া, কি অর্জন ক রতে চায় মানুষ, কোথায় যেতে চায়, উমার ফারুক (রাঃ), নেপোলিয়ন, আলেকজান্ডার এরা তো কম জয় করেনি, তারপরও কি এরা কিছু করতে পেরেছে, কবরের জীবন ছাড়া। হায়-রে চালাকি। বুদ্ধিমান শব্দটা ঠিক আছে, বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে নিজের ও অন্যর পরস্পরের ভাল মন্দ বিবেচনা নিয়ে কাজ করে। কিন্তু চালক মানুষগুলো কেবলি চালাকি করে, ধুর্তমী দ্বারা জগত বশিভূত করতে চায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.