আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি তোমাকে দিলাম

পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত

বৃষ্টি তোমাকে দিলাম নিলাম বুকে তুলে ঝড় ভালোবাসো যদি-দিতে পারি আজ উজান স্রোতের সৈকত সেঁচে কুমারী এক ঝিনুকের ঘর আকাশ দিলাম তোমাকে দিলাম নীলাভ আসমান কথা দাও যদি ভালোবাসবার তুলে নেব এই অভাবী ঠোঁটে সবুজ হারানো শূন্য-বিরাণ। দিলাম গোলাপ-গুচ্ছ ছায়ায় তোমার মুগ্ধ আঙিনা গড়ে দেখা দাও যদি এই দুর্দিনে চোখ থেকে দেবো অরূপ দৃষ্টি ঘুমভাঙা সব নির্মল ভোরে। দিলাম মাছরাঙা; মাছের সংসার দিলাম বাশঝাঁড়ে জোছনা অবাক পথে নামো যদি বিশ্বাস বুকে ছাড়বো না হাত ঝড়-ঝঞ্ঝায় পার হয়ে যাবো যতো কষ্টের বাঁক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.