আমাদের কথা খুঁজে নিন

   

জেলে বসে বাড়ির ভাত খাবেন সঞ্জয়!

এই মুহূর্তে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে রাখা হয়েছে সঞ্জয় দত্তকে। সাজার সময়টায় তাঁর খাবার হওয়ার কথা জেলের আর সব বন্দীর খাবারের মতোই। কিন্তু জেলে বসে বাড়ির রান্না করা খাবার খাবেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেতার আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়তি কিছু সুবিধা দিতে রাজি হয়েছে আদালত ও জেল কর্তৃপক্ষ।
আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১৬ মে বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন সঞ্জয়।

এর আগেই কারাগারে বাড়তি কিছু সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন তিনি। আদালতও তাঁর আবেদন আমলে নিয়েছেন। এক খবরে এনডিটিভি জানিয়েছে, জেলে বন্দী থাকা অবস্থায় ঘরে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে সঞ্জয়ের কাছে। কাজেই জেলে বসেও ঘরের খাবারের স্বাদ নেওয়া থেকে বঞ্চিত হতে হবে না তাঁকে।
আদালতের নির্দেশনা অনুযায়ী একটি পাতলা তোশক আর বালিশও সরবরাহ করা হবে সঞ্জয়কে।

ফলে কারাগারে বেশ আয়েশ করেই ঘুমাতে পারবেন তিনি। শুধু তাই নয়, প্রয়োজনীয় কিছু ওষুধও সঙ্গে রাখার অনুমতি পেয়েছেন এ তারকা অভিনেতা।
জেলের ভেতর সঞ্জয়ের এই বাড়তি সুখের মেয়াদ অবশ্য খুব বেশি দিনের জন্য নয়। আগামী এক মাস তিনি এসব সুবিধা পাবেন। এরপর তা অব্যাহত থাকবে কি না, সেই সিদ্ধান্ত নেবে জেল কর্তৃপক্ষ।

সঞ্জয় আরও কিছু সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। সেগুলোর মধ্য থেকে কারাবন্দী অবস্থায় ইলেকট্রনিক সিগারেট খাওয়ার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে আদালতের পক্ষ থেকে। এ ছাড়া জেলের ভেতর মুক্তভাবে ঘোরাফেরা করার অনুমতি চেয়েছেন সঞ্জয়। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেননি আদালত।
আপাতত মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে আছেন সঞ্জয়।

প্রয়োজনীয় কাগজপত্র তৈরির কাজ শেষ হওয়ার পর পুনের ইয়েরাওয়াড়া কারাগারে স্থানান্তর করা হতে পারে তাঁকে। এ প্রসঙ্গে মুম্বাই পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (কারা) জানিয়েছেন, সঞ্জয়কে অন্য কারাগারে নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে ইয়েরাওয়াড়া কারাগারে দেড় বছর জেল খেটেছেন সঞ্জয়।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ ছবিতে জেল পলাতক গ্যাংস্টার চরিত্রে সঞ্জয় দত্তের অনবদ্য অভিনয় মুগ্ধ করেছিল অগণিত দর্শককে। পরবর্তী সময়ে ‘মুন্নাভাই’ সিরিজের ছবিতে একই ধরনের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান ৫৩ বছর বয়সী এ তারকা অভিনেতা।

বলিউডের প্রখ্যাত তারকা দম্পতি সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি।
বলিউডের ইতিহাসে অন্যতম বিতর্কিত তারকা সঞ্জয় দত্ত। মাদকাসক্তি, অবৈধ মাদক বহন, কুখ্যাত সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠতা, ১৯৯৩ সালে মুম্বাইয়ের ভয়াবহ ক্রমিক বোমা হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থেকে শুরু করে বাড়িতে অবৈধ অস্ত্র রাখার মতো গুরুতর অপরাধে জড়িয়ে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছেন এ ‘খলনায়ক’ তারকা।
১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় অবৈধ অস্ত্র রাখার দায়ে গত ২১ মার্চ সঞ্জয়কে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন ভারতের সর্বোচ্চ আদালত। এই মামলায় এরই মধ্যে তিনি দেড় বছর জেল খেটেছেন।

এ জন্য তাঁকে আর সাড়ে তিন বছর সাজা খাটতে হবে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।