আমাদের কথা খুঁজে নিন

   

নীরা পদ জেলে

বাঙলা কবিতা মৃত এক চিতল মাছের পেট ভেসে আছে পুকুরের জলে প্রশান্ত দুপুরবেলা; চকচকে, রূপার পাতের মত একা। নীরা পদ পেশাদার জেলে; মাৎস্য-ডুবুরি, লোকে বলে। ষাট-ছোঁয়া এ জীবনে, অনেক মাছের রূপ হলো তার দেখা; তবু সে প্রমাদ গোনে, মৃত চিতলের রূপে কেঁপে ওঠে, আর বিচলিত মন বলে__ স্বপন-স্তম্ভিত যেন সব অভিজ্ঞতা! সমুদ্রের কত জল, রাশি রাশি জলে বড় অতল বিস্তার__ সেখানে বিচিত্ররূপ মাছরাজ্য, কতবার সেও দেখেছে তা'! কিন্তু এ চিতল খুব আচানক! পুকুরের লক্ষ্ণী ছিলো নাকি! মৎস-লক্ষ্ণী মারা গেলে, বিরান পুকুর হবে জলমরুভূমি; ট্যাঁ-ট্যাঁ শব্দ... অকস্মাৎ চিন্তা-চিরে উড়ে গেল মাছরাঙাপাখি। পাঁচ-যুগ উড়ে গেল! কী দেখেছো? কী বুঝেছো, নীরা পদ, তুমি? চেরা-পেট, পূর্বোক্ত পুকুরজলে ভেসে আছো মৃত নীরা পদ... শান্ত লোক, শুনেছি অজাতশত্রু; তবু এতো নৃশংস-নিহত!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।