[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
(গতকালের নিম্নচাপে, ঝড়ে বঙ্গোপসাগের নিখোঁজ সহস্র জেলের ফিরে আশার কামনায়, মিনতি করি পরম শক্তির কাছে , যদি পার ফিরিয়ে এনো সবাইরে, সবারই ঘরে অপেক্ষায় মা -বাবা, বউ , ছেলে কিবা মেয়ে)
প্রতিদিনের মত সূর্যটা ডুবে ছিল সাঁঝে
সাগর পারে সূর্য ডোবায় হয়তো কোন বিশেষত্ব আছে
যার জন্যে কত দূর দূরান্ত অজানা হতে ছুটে ছুটে আস কত শত মানুষ।
কিন্তুু কমলা বিবি সাগর পাড়ের নারী , তার কাছে সূর্য ডোবা মানেই
সাগরের জলে সূর্যের এক রাতের পলায়ন সেই আজন্ম কাল থেকেই;
আর ভীষন আকাঙ্খা ডোবা সূর্যের কাছে সে যেন সঙ্গী হয় একজনের ঐ সাগরের বুকে যে সূর্যের মত অদৃশ্য নোনা জলের বিস্তির্ণ সমারোহে, কিন্তু অনেকদিন ধরে।
প্রতিদিনের মত আকাশে কালো কালো রঙের অবিচ্ছিন্ন বাঁধন
তাকে নিয়ে যায় কল্পনায় একজন মানুষের মনে যে সাগর জলে
নৌকা ভাসায় পেটের টানে হৃদয়পটে কমলা বিবির প্রেম এর ছবি নিয়ে।
এবার যাবার সময় চোখে পানি ছিলনা ঠিকই , অনভ্যাসে জলহীন চোখ
তার মত জেলে বউ দের স্বভাবত অভ্যাস, কিন্তু সাগরে মাছের মৌসুম
আগত প্রায় , একটু বেশী দিনই এবারে বিচ্ছিন্নতা পতি পত্নীতে,
মনের চোখ তাই তার কেঁদেছিল অলক্ষে। কোলের শিশুটা ঘুমাচ্ছিল
আর বাকীদুটো ব্যস্ত ছিল ভেজা বালুতে অনাবিষকৃত কোন মজার খেলায়।
প্রতিদিনের মত টিমটিমে বাতি টা জ্বালিয়ে কোলের শিশুটার মুখে দিচ্ছিল
স্তনের বোঁটা, বাকীদুটো কে দেখা যাচ্ছেনা আশেপাশে, হঠাৎ প্রবল বাতাস
তেড়ে ফুড়ে আসে। বালির উপর ঠুনকো খড়ের চালা কেঁপে ওঠে কোন অজান শংকায়। পরম দুধের আস্বাদ ভুলে ওয়া ওয়া করে কেঁদে ওঠে কোলের শিশু,
বহুদিনের অভিজ্ঞ জেলে বউ এর প্রাণেও ভয় জাগে, ছোট ছেলে আর
মেয়েটাকে ধমকায়, কিবা মরতে গিয়ে এ ঝড়ের মাঝত বলে বলে ।
অজ্ঞাতে মনও বলে, ও সেলিমের বাপ মরণত ওত কাছ তোন দেখি দেখি
তোমার কি আজ আর ভয় ন' লাগে, আমার যে লাগিবে ...অনিশ্চয়তা কুড়ে
কুড়ে খায় হার মাংস ধীরে ধীরে । ছেলে মেয়েটা ফিরে এলে বকে আরেকচোট।
প্রতিদিনের মত সাঝ পেরিয়ে রাত ঘন প্রহরের দিকে এগোয় সময়। নিঃসঙ্গ
রাতে তার পরশ শূণ্যতার কাব্য রচনার ক্ষণ এগিয়ে আসতে থাকে, বাচ্চাগুলো
খেতে বসে ঘুমানোর আগে, কিন্তু আজ ওরা ও ঘুমাতে চায়না। জেলে বউ ও পারেনা বলতে ঘুমাতে, ভয় যদি বাকী জীবন এমন একএকা পরশ শূণ্যতা জুড়ে বসে।
ঝড় বেড়েছে, খবর এসেছ কানে নিম্নচাপ বেড়েছে সাগরে। মনের সাগরে তাইতো
ভীষণ ঘূর্নিঝড় দ্রুততর।
এলাপাথাড়ি বৃ িষ্টতে চালের ফুটো দিয়ে জল ঝরে...
গায় পানির ফোটা কার যেন কথা বলে ..সে ফোটায় অতি চেনা জেলের গায়ের গন্ধ।
প্রতিদিন এর মত ভেবেছিল নির্ঘুমতা একসময় ঘুমের কাছে হেরে যাবে। কিন্তু ঝড় থামলেই তো তবে। ছেলে মেয়েগুলো ঘুমিয়েছে ভয় ভয় মনে, বাবা বাবা ডেকেডেকে।
কমলা বিবি আল্লাহ আল্লাহ করে বারবার , দোয়া দরুদ আবোল তাবোল যা জানে
আওরাতে থাকে অবিরাম।
সে জেন বেঁচে থাকে নিষ্ঠুর সাগরের কিছু অবশিষ্ঠ মমতায়।
কোলে শিশুর অবিরাম কান্না আর ঝড়বাদলের অশনি সংকেত হত্যা করে তার ঘুম।
----পরদিন সকালে খবর আসে বঙ্গোপসাগরে গতরাতের ঝড়ে গেছে হারিয়ে
শত শত নৌকা, ট্রলার ; হারিয়েছে সাগরের নিষ্ঠুর গর্ভে হাজারো জেলে আর নাবিক।
এবার সত্যি জমানো ক্রন্দন জল চোখের সরু পথে বের হবার সুযোগ পেয়ে যায়।
মনে অযুত নিযুত ভয় হয়, কষ্টের এক নতুন ঝড় বয় আর যদি কখনও দেখা না হয়।
22/09/2006
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।