আমাদের কথা খুঁজে নিন

   

সবজান্তা

বরফ - শীতল © আরফার রাজী [arfar_razi@yahoo.com]

আমি নাকি গড়তে জানি কি জানি? মুঠোফোনের বার্তা যদি ইমারত হয়- তবে তা বেশ ভালোই জানি। আমি নাকি গাইতে জানি কি জানি? আনমনে সা-গা-রে যদি সংগীত হয়- তবে তা বেশ ভালোই জানি। আমি নাকি লিখতে জানি কি জানি? দোয়াত আর কালির স্থান যদি ঐ ঝুড়িতে হয়- তবে তা বেশ ভালোই জানি। আমি নাকি বলতে জানি কি জানি? আয়নার তার সাথে এ যদি কথোপকথন হয়- তবে তা বেশ ভালোই জানি। আমি নাকি হাসতে জানি কি জানি? দাঁতের ঐ ঝিলিক যদি হাসি হয়- তবে তা বেশ ভালোই জানি। আমি নাকি কাঁদতে-ও জানি কি জানি? নিরবে অশ্রু বিসর্জন যদি কান্না হয়- তবে তা বেশ ভালোই জানি। আমি নাকি ভালোবাসতে জানি কি জানি? তোমার অণুপ্রেরণা যদি আমায় গড়তে শেখায়, তোমার সুর যদি আমায় গাইতে শেখায়, তোমার কল্পনা যদি আমায় লিখতে শেখায়, তোমার নয়ন-জোড় যদি আমায় বলতে শেখায়, তোমার প্রফুল্লতা যদি আমায় হাসতে শেখায়, তোমার চলে যাওয়া যদি আমায় কাঁদতে শেখায়- তবে জানি, ভালোবাসতে বেশ জানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.