বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি নেতা ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের ওপর চোরাগোপ্তা হামলা, রেল লাইন উৎপাটন, আগুন দিয়ে শিশু ও মহিলা হত্যাকে জায়েজ করেছেন আফগানিস্তানের উদাহরণ দিয়ে।
সোমবার বিবিসির অনুষ্ঠান "প্রবাহ"-তে সাংবাদিক কাদির কল্লোলের প্রশ্নের মোকাবেলা করেন তিনি এইভাবে।
কাদির কল্লোল: রেল-লাইনের ফিসপ্লেট তুলে ফেলা হচ্ছে, মানে, বোমা মারা হচ্ছে ... ।
শমশের মবিন চৌধুরী: এটা কি নতুন? বাংলাদেশে অতীতে হয় নাই? আপনি বলেন, কোনো বিশ্বের কোনো জায়গায় কোনো Clean War আছে? আফগানিস্তানে যুদ্ধ করতে গিয়ে পাশ্চাত্যের শক্তিরা নিরীহ নির্দোষ বেসামরিক মানুষদেরকে মারছে না? বাচ্চাদেরকে হত্যা হচ্ছে না? বাচ্চাদেরকে মারা হচ্ছে না? মহিলারা মারা যাচ্ছে না?
প্রথম কথা, বাংলাদেশে অতীতে রেল লাইনের ফিশপ্লেট তুলে বোমা মেরে কবে ও কোথায় নিরীহ যাত্রীদের খুন করা হয়েছে? দ্বিতীয় কথা, যদি করা হয়েও থাকে, বিনা শাস্তিতে সে অপরাধের পুনরাবৃত্তির অধিকার কারো জন্মায় নাকি?
শমশের মবিন চৌধুরী কি তাহলে বলতে চান, বিএনপির নামকাওয়াস্তে নেতৃত্বে এবং জামায়াত-শিবিরের সরাসরি মুখ্য ভূমিকায় পরিচালিত ১৮ দলীয় জোট বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধে নেমেছে, এবং সেটা একটা Dirty War? কোথাকার কোন আফগানিস্তানে কোন শুওরের বাচ্চা নিরীহ শিশু আর নারী হত্যা করছে, সেজন্য ১৮ দলীয় জোটের অধিকার জন্মায় বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করার?
শমশের মবিন চৌধুরী নামের এই নির্লজ্জ নরপশুকে হুকুমের আসামী করার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।
-"অবাক হয়ে শুনি"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।