ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে চায় না কেন?
সমীরণ চক্রবর্তী, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম
বাসা পাওয়ার পর যদি আর ব্যাচেলর থাকতে না চায়, এই ভয়ে।
আমেরিকানরা আমাকে বিদেশি বলে কেন?
মনিরুল ইসলাম, মংলা পোর্ট, বাগেরহাট
সমস্যা নেই, আপনিও ওদের বিদেশি বলে দিন।
সালতামামি কোন মামার বউ একটু খুঁজে দেবেন?
শারমিন সুলতানা, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোনা
সালতা মামার বউ, খোঁজার কী আছে?
ফুল ফোটে ঝরে যাওয়ার জন্য, আর ফল ধরে...?
বেলাল আহমেদ, পিটিআই, মুন্সিগঞ্জ
কারবাইড মিশিয়ে বিক্রির জন্য।
তুমি দুর্নীতিবাজ, তাই বলিয়া আমি...?
চয়নিকা রিতিমা, কাঁঠালতলী, রাঙামাটি
আমি দুর্নীতিবাজ হইব না, ভাবিলে কী করিয়া? আমার ভাগেরটা কই?
ক্লাসে মাছের মতো চোখ খোলা রেখে ঘুমানোর কোনো ব্যবস্থা আছে কি?
আরিফুজ্জমান হাবিব, বাকৃবি, ময়মনসিংহ
অবশ্যই আছে, তবে ক্লাসটা তখন পানিভর্তি করে নিতে হবে।
সেরা প্রশ্ন
ক্রিকেটার আর পিকেটারের মধ্যে পার্থক্য কী?
শাহীন রেজা, নয়াহাট, ফরিদপুর, চাঁদপুর
একটা দেশের জন্য, অন্যটা দেশের বারোটা বাজানোর জন্য
অভিনন্দন শাহীন
আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
সবজান্তাকে প্রশ্ন পাঠাতে পোস্টকার্ড বা খামের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে আপনার মুঠোফোন নম্বরটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।