আমাদের কথা খুঁজে নিন

   

আমি সারা জীবন হারু পাট্টি...................................।

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

ইংল্যান্ডে ছোট বোন থাকে, দিলাম সাপোর্ট খাইলাম গোল। বড় ভাইজান আফ্রিকায় থাকে, দিলাম সাপোর্ট খাইলাম গোল। মাঝে মাঝে আম্রিকা থাকা হয়, দিলাম সাপোর্ট খাইলাম গোল। বাল্য কালে পুস্তকে ফুটবল যাদুকর পেলের কাহিনী পড়লাম, দিলাম সাপোর্ট খাইলাম গোল। ম্যারাডোনায় ম্যাজিক ফুটবলে মুগ্ধ হয়ে দিলাম সাপোর্ট খাইলাম গোল। ইয়ে থাকে অস্ট্রেলিয়ায়, দিলাম সাপোর্ট খাইলাম গোল।, আমার এলাকায় নির্বাচনে যারে সাপোর্ট দেই হে জামানত হারায়. আমার জীবনটাই হারু পাট্টির লগে জড়াইয়া গেলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.