প্রীতিসত্যে অবগাহন করিয়া ফিরিতেছে অন্তর
আমার বান্ধবীটি অপেক্ষায় কবে ঐ শয়তান টার শাস্তি শয়তানটা নিজেই পাবে। সেই দিন ও অট্টহাসি হাসবে। আজ ও মন খুলে হাসতে পারে না।
সবচেয়ে মজার ব্যাপার লোকটা বিএসসি ইঞ্জিনিয়ার, সে বাজারে গেলে তার চোখে কখনও ভালো জিনিস চোখে পড়ে না, যত খারাপ জিনিস সে বাসায় কিনে নিয়ে আসবে। তার কারণ সে বাসায় খায় না।
বাইরে খায়। বাসায় খায়তো শুধু আমার বান্ধবী তাকে ভালো জিনিস খাওয়ানো কি শোভা পায় তার কাছে? তাই।
আজ আমার বান্ধবীটা আমার কাছে এসেছিল অফিসে। দুপুরে একসাথে খেয়েছি। এসেছিল কারণ তার সুযোগ্য স্বামীটি বাসায় থাকবে, বের হবে না।
তাই ওর উপস্থিতি ভালো লাগছিল না বলে আমার অফিসে চলে আসছে। সারাদিন কাটিয়েছে আমার কাছে। একটু আগে চলে গেল।
কত কথা বলল। বলল, ও এত অন্যায় করে, এত বদমাইশী করে অথচ ওর ভাই ভাবী ওকে সাপোর্ট দিয়ে যায়।
আমার সাথে খারাপ আচরণ করে জেনেও কিছু বলে না। আমার যতটুকু ধারণা ওর যা সম্পত্তি আছে সেটা ওরা পাবে মরে গেলে। যদি না ওর কোন উত্তরাধিকার না থাকে। আর এ ব্যাপারে ওর কোন মাথা ব্যাথা নেই। ওরা যা চায় তাই ও ভালো মনে করছে।
ও তো বেশিদিন আর বাঁচবে না, ওর দিন শেষ হয়ে আসছে। তাই অপেক্ষায় আছি কবে ওর শাস্তি হয়। এই বলে ও শান্তনা পায়।
এই শিক্ষিত লোকটার মাথায় কি বুদ্ধি কাজ করে। সে কি বোঝে না আমার সংসার হবে বাচ্চা থাকবে।
আমি বাবা হবো। সুন্দর সাজানো গোছানো একটা সংসার থাকবে আমাদের। এটা কি এই শিক্ষিত গাধার মাথায় কখনও কাজ করে না?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।