লিলিপুটরা বড়ো হবে। এই আশায় দলা পাকানো কাগজ খুলে আবার ব্যবচ্ছেদকরণে বিশ্বাসী আমি। যদিও কাগুজে বৃত্তান্ত যা বলে অতটা খারাপ আমি নই।
কত আশা করসিলাম আর্জেন্টিনা আর বেরাজিলের মধ্যে ফাইনাল হইব.....সব আশা শ্যাষ...
কত কী-ই না হইতে পারতো ব্রাজিল আজকা না হারলে। দেখি আপাতত কী কী মিস হয়া গেল:
* পতাকাওয়ালা, জার্সি বানানোর দর্জিরা আরো কয়টা টুপাইস কামাইতে পারতো
* পত্রিকার পাতায় ফটু স্টোরির নামে আরো কয়টা দিন কত কী দেখতে পারতাম
* একটা নিশ্চিত ব্রাজিল-আর্জেন্টিনা দাঙ্গা দেখারও চান্স ছিল....
তবে সামনের দুইটা দিন চায়ের দোকানের আড্ডার টপিক ঠিকই জুইটা গেলো।
টেম্পুতে চিপায় পইড়া কিংবা বাসে ঝুলতে ঝুলতে নানান বিশেষজ্ঞর বিশ্লেষণী অ্যানালাইসিস হজম করতে হবে বইলা মনে হইতাসে।
আরেক ভাবে বড় বাঁচা বাচছি!
কপাল ভাল জার্সি কিনি নাই। তাইলে ঐটারে ট্রাঙ্কে উঠায় রাখতে হইত। আর শরীরের যে হাল দেখতাসি...চার বছর পর ঐটা আর পড়ার মত অবস্থায় থাকত না।
* ব্রাজিল হাইরা আমারে বড় বাঁচা বাচায় দিসে।
এখন আর কষ্ট কইরা খেলা দেখার টাইম বাইর করতে হইবনা।
কিন্ত আর্জেন্টাইন সাপোর্টারগো এসএমএস দেখি থামতেই চাইতেসে না....ভাইয়েরা...এমনেই পটকার আওয়াজ সহ্য হইতেসে না। এসএমএস না করলে কী হয়? ফেইসবুক না হয় বন্ধ কইরা রাখলাম। মোবাইল টা কেমনে বন্ধ রাখি???
হারনের এতঘন্টা পরেও এসএমএস অব্যাহত আছে...কি আর কইতাম...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।