আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য একটি সুসংবাদ, আর জার্মানীর জন্য একটু হলেও দঃসংবাদ বটে।



আর্জেন্টাইন সাপোর্টারদের জন্য একটি সুসংবাদ, আর জার্মানীর জন্য একটু হলেও দঃসংবাদ বটে! জার্মান সমর্থকদের জন্য হতাশার খবরই বলতে হবে। আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে দলের অন্যতম ভরসা কাকাউ মাঠে নামতে পারবেন কি না অনিশ্চিত। এই স্ট্রাইকারের চোট এখনো সেরে ওঠেনি। তবে জার্মান দলের পক্ষ থেকে এখনো কোয়ার্টার ফাইনালের ম্যাচে তাকে বাইরে রাখার ঘোষণা দেওয়া হয়নি। কাকাউকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে চান কোচ জোয়াকিম লো।

গত সপ্তাহে দলের অনুশীলনের সময় চোট পান কাকাউ। দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অনুপস্থিতিতে খেলেছেন মিরোস্লাভ ক্লোসা। আর্জেন্টিনার বিপক্ষে জার্মানির সবচেয়ে কঠিন লড়াইয়েও দলের অন্যতম সেরা এ স্ট্রাইকারের মাঠে নামা অনিশ্চিত। অনুশীলনও করতে পারছেন না তিনি। কোচ জোয়াকিম লো গতকাল রয়টার্সকে বলছেন, ‘কাকাউ ছাড়া দলের সবাই অনুশীলন করছেন।

আজ-কালের মধ্যে তাঁর অনুশীলনে অংশ নেওয়ার সম্ভাবনাও কম। তবে শুক্রবার কাকাউয়ের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমরা। ’ বোঝা যাচ্ছে, জার্মান কোচ মুখে স্বীকার না করলেও কোয়ার্টার ফাইনালেও কাকাউয়ের খেলা থেকে হয়তো বঞ্চিতই হতে যাচ্ছেন সমর্থকেরা। তাই, বলবো ঈশ্বর জেনো আর্জেন্টাইন দলের জন্য সৌভাগ্যের বার্তা পৌছে দিচ্ছেন আমাদের মাঝে। এগিয়ে যাও আর্জেন্টিনা...কুনো ভয় নেই...জয় এবার নিশ্চিত হবেই হবে।

তাই সবাই আসুন আমরা প্রার্থনা করি হে ঈশ্বর ! তুমি শুধু রেফারীকে শান্ত রেখো, কোনো ভুল সিদ্ধান্ত যেন না দেখতে হয় আর আর্জেন্টাইন খেলোয়াড়দের কষ্টের ফলটা দিও আর বেশি কিছু চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.