অসম্ভবকে সম্ভব করার একটা ব্যাপার আছে, যদিও সেটা কেমন তা আমি জানিনা। তবে এটুকু বুঝি সব অসম্ভবকে যদি সম্ভব করে ফেলা যেত, তাহলে অভিধানে 'অসম্ভব' নামে কোন শব্দের স্থান হতনা। মানুষের এই ক্ষুদ্র মস্তিষ্কের কিইবা করার আছে? এতদিন ধরে যা কিছু হয়েছে তা সবই সময়ের প্রয়োজনে। সময়ের দাবী এতটাই প্রবল যে, দিন শেষে রাত হয়, রাত শেষ হয়ে আবার দিন। মানুষ কি পারে এই রাত-দিনকে এক করে দিতে? মানুষ কি পারে সুখ-দু:খকে একাকার করে দিতে? মানুষ কি পারে নিজের জীবনের বোঝা অন্যজনকে দিয়ে বহন করাতে?
তেমনি আমি কি পারি আমার আমেকে বদলে দিতে? পারিনা -
আমার সমস্ত সম্ভাবনা এখানেই এসে হোঁচট খেয়ে মুখ থুবরে পড়ে। আত্মসমর্পন করি অসম্ভবের কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।