এই সম্প্রীতির দিনে কেন আজ ডাক নাম খোঁজ? যে কোনো একটি নাম ধরে ডাকো- আমি কথা বলে উঠবো পাখির সুরে যে কোনো একটি শব্দ করে ডাকলে সে কথা বলে উঠবে ফুলের ভাষায় কোনো বচন ছাড়াই অনুচ্চারে ডাকো ওরা সব দুলে উঠবে সমন্বিত ঢেউ। প্রেম নিয়ে যে ডেকেছে তোমায় কতো আর তাকে ফেরাবে হেলায় ফেরাতে ফেরাতে তুমিও তো ফিরেছো ঘুরে তবে এ আড়াল কেন? কেন নয় আত্মসমর্পন? সম্প্রীতির এই দিনে আমার কোনো ডাক নাম নেই ভুলে গেছি যেখানে ছিলো যত ক্ষত ও অসম্মান; জেনে রাখো বন্ধু আমার, আমি ঘাস- শুয়ে আছি পথে মনে মনে আমাকে ভেবে এই পথে কিছুটা হাঁটো পায়ের স্পর্শ বলে দেবে তুমি ডাকতে এসেছো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।