অভিশপ্ত এক জন্ম আমার....
প্রিয়জনদের আঘাত আর অপমান করা ধর্ম যার...
ইচ্ছায় কিম্বা অনিচ্ছায় হোক, তাই হয়তো বার বার...
আঘাত দিয়েছি সম্মানে, অস্তিত্বে তোমার...
নিজেকে সম্মান করতে পারেনি যে মানুষটা কখনো...
পারে কি সে দিতে তোমায় তোমার প্রাপ্য সম্মানটুকু???
তবু জেনে রাখো আজ বলি,
নোংরা এই মানুষটার কর্দমাক্ত এই মনে তোমার
অস্তিত্ব অমলিন রবে আজীবন..
তোমার প্রাপ্যটুকু দিতে পারিনি,
হয়তো পারবোনা কখনো... এ আমার আজন্ম ব্যর্থতা...
তবু আমি ফিরে ফিরে আসব বার বার...
জানি লাল গালিচা অপেক্ষায় থাকবেনা আমার...
কিম্বা আমার চলে যাওয়াতে বিউগল বাজাবে না সেনাবাহিনী।
তবু চলবে আমার এই আসা যাওয়া...
হয়তো প্রতিবার নতুন করে কোন কষ্ট দিয়ে যাবার জন্যেই আসব...
হিমালয়ের পথে পথে ঘুরে বেড়ানো
মহাশ্মশানের কোন অতৃপ্ত আত্মা যেমন ফিরে ফিরে আসে
তেমনি আমিও ফিরে ফিরে আসব....
এ যে আমর অমোঘ নিয়তি......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।