আমাদের কথা খুঁজে নিন

   

যারা উবুন্টু-লিনাক্সে মবিডাটা মডেম ব্যবহার করতে চান তাদের জন্য।



নিচের নির্দেশনাটি যারা উবুন্টুতে মবিডাটা মডেম ব্যবহার করেন তাদের জন্য। এছাড়াও এই কনফিগারটি করার পর অন্য আরও বেশকিছু মডেম ঠিকঠাক কাজ করবে। আপনি প্রথমেই নিচের লিংক ধরে চারটি ফাইল ডাউনলোড করুন। প্রতিটি ক্ষেত্রে এশিয়া নির্বাচন করে সেই লিষ্ট থেকে প্রথম ফাইলটি ডাউনলোড করুন। এভাবে চারটি লিংকের চারটি ফাইল ক্রমান্বয়ে ডাউনলোড করুন।

১. Click This Link ২. Click This Link ৩. Click This Link ৪. Click This Link ডাউনলোড করা ফাইলগুলো হোম ফোল্ডারে ভেতর (যেমন আমার ক্ষেত্রে- ajom’s home (Places> Home Folder) ) wvdial নামে একটা ফোল্ডারে রাখুন । টারমিনাল এক এক করে নীচের কমান্ডগুলো দিন – cd wvdial sudo dpkg -i *.deb এবার টারমিনালে sudo gedit /etc/wvdial.conf এই কমান্ডটা দিন । একটা টেক্টট এডিটর খুলবে । সেখানে যা আছে সব কেটে দিন । নীচের লাইনগুলো বসিয়ে দিন – [Dialer Defaults] Init1 = ATZ Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0 Init3 = AT+CGDCONT=1,”IP”,”GPINTERNET” Modem Type = Analog Modem ISDN = 0 Phone = *99# Modem = /dev/ttyUSB0 Username = gprs Password = gprs Baud = 460800 New PPPD = yes সেভ করে বেরিয়ে এসে উবুন্টু রিস্টার্ট করুন ।

এবার উবুন্টু চালু করে টারমিনালে লিখুন – sudo wvdial আশা করি কানেক্ট হয়ে যাবে। এব্যাপারে আরও সহযোগীতা প্রয়োজন হলে নিঃসংকোচে আমাদের প্রিয় জামাল ভাইকে জানান। জামাল ভাইকে পাওয়ার দুইটি পথ- পথ-১ পথ-২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.