আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু লিনাক্সে খুব সহজে যে ভাবে আপনি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। উবুন্টু লিনাক্সে খুব সহজেই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। এজন্য আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে youtube-dl খুবই সামান্য এর সাইজ । মাত্র ২৫০ কেবি মতো কিভাবে উবুন্টুতে youtube-dl ডাউনলোড করবেন আপনি দুইভাবে এটি ডাউনলোড করতে পারেন ১.উবুন্টু সফটওয়্যার সেন্টারের মাধ্যমে এজন্যে উবুন্টু সফটওয়্যার সেন্টার ওপেন করুন সফটওয়্যার সেন্টারের সার্চ-বক্সে লিখুন youtube-dl সফটওয়্যার সেন্টার সঙ্গে সঙ্গে ওটাকে খুঁজে দেবে। ওর ডানদিকে দেখবেন Install অপসন আছে।

ওটাতে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে ডাউনলোড শেষ হবে ২.টার্মিনালের মাধ্যমে টার্মিনাল খুলতে Alt+Ctrl+t প্রেস করুন এবার টার্মিনালে লিখুন sudo apt get-install youtube-dl আপনার পাসওয়ার্ড চাইবে । পাসওয়ার্ড দিন। ইনস্টল শুরু হবে। যেভাবেই ডাউনলোড করুন না কেন ইনস্টল শেষ হলে আপনার PC রিস্টার্ট করুন।

কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করবেন প্রথমে আপনিযে ভিডিও টা ডাউনলোড করতে চাইছেন সেটা খুলুন। অ্যাড্রেসবার থেকে তার লিঙ্কটা কপি করুন এবার টার্মিনাল খুলুন ( Alt+Ctrl+t ) এবং টার্মিনালে youtube-dl লিখে একটা স্পেস দিয়ে তারপর আপনার কপি করা লিঙ্কটা পেস্ট করুন. আমার ইউটিউবের ভিডিও লিঙ্কটা যদি এই হয় https://www.youtube.com/watch?v=fGSP6GR_wOgh তবে টার্মিনালে লিখতে হবে youtube-dl https://www.youtube.com/watch?v=fGSP6GR_wOgh এবার Enter প্রেস করুন। ডাউনলোড শুরু হবে। ভিডিওটা কোথায় স্টোর হবে ? আপনার হোম ফোল্ডার ওপেন করুন । ওখানে দেখুন ভিডিওটা রয়েছে।

VLC Player দিয়ে সহজেই এই ভিডিও চালাতে পারবেন। সবাই ভালো থাকবেন। রাগে থাকুন, রাগিয়ে রাখুন। রঙে থাকুন, রাঙিয়ে রাখুন। *************************************************** আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.