মহান আল্লাহ তা'আলার নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু এবং পরম ক্ষমাশীল। এটা খুবই সাধারণ একটি বিষয়। অভিজ্ঞদের এই পোস্ট দেখে হাসিও পেতে পারে। এটি একেবারেই নতুনদের জন্য লেখা। তাহলে শুরু করা যাক।
প্রথমে আপনার লিনাক্স কম্পিউটারে ইউএসবি দিয়ে আপনার android ফোনটি কানেক্ট করুন।
এবার এভাবে স্টেপ গুলো ফলো করুন menu > settings > wireless and networks > tethering and portable hotspot
এবার usb tethering এর পাশে টিক দিন।
এখন অল্প সময়ের মধ্যে মোবাইল এর স্ট্যাটাস বারে অনেকটা আকাশী রঙের ইউএসবি আইকন দেখতে পাবেন। এবং এর কিছু সময়ের মধ্যে আপনার লিনাক্স কম্পিউটার সফল ভাবে ইন্টারনেট এর সাথে connect হয়ে যাবে।
উইন্ডোজের ক্ষেত্রে বলতে পাড়ব না এই সিস্টেম কাজ করবে কিনা।
আপনারা চেষ্টা করে দেখতে পারেন।
অনিবার্য কারণে পোস্টের সাথে ছবি যোগ করতে পারলাম না। স্টেপ গুলা এতোটা কঠিন না। আশা করি বুঝে যাবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।