আমাদের কথা খুঁজে নিন

   

অস্কার তাবারেজ নৈপূন্যে উরুগুয়ের স্বপ্ন যাত্রা!

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’

শৈল্পিক উন্মাদনা আর টানটান উত্তেজনার শ্বাসরুদ্ধকর ফুটবল টুর্নামেন্ট বিশ্বকাপে দুর্বার গতিতে এগিয়ে চলেছে উরুগুয়ে। আর এ এগিয়ে চলার রহস্য লা সেলেস্তি অলিম্পিকার কোচ অস্কার তাবারেজই ভাল জানেন। তবে দেশটির সমর্থক ও ফুটবল বোদ্ধারা মানে করছেন কোচের দুরদর্শী সিদ্ধান্ত ও কোচিং নৈপূন্যই ৪০ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে প্রথমবারের বিশ্বজয়ীরা। বিশ্বকাপের তৃতীয় শিরোপা জয়ের জন্য উরুগুয়ের স্বপ্নযাত্রাকে আরো একধাপ এগিয়ে দিয়েছে তাবারেজের সুনিপূন কৌশল। মাঠের বাইরে থেকেও অনবদ্য খেলেছেন এবং খেলিয়েছেন তিনি।

আর মাঠের মধ্যে তার প্রতিনিধি হয়ে এশিয়ার শক্তি দক্ষিন কোরিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন লুইস সুয়ারেজ। শেষ আটে যাওয়ার লড়াইয়ে এশিয়ার ফুটবল জায়ান্ট টাইগার অফ এশিয়ার বিশ্বকাপের স্বপ্নতরী ২-১ গোলে ডোবায় চ্যারসরা। এ ম্যাচে একাই দুই গোল করে অস্কার তাবারেজকে অস্কার পাওয়ার মত উল্লাসিত করে তার প্রতি সুবিচার করেন লুইস সুয়ারেজ। এখানেই শেষ নয়! দলের খেলায় উচ্ছাসিত তাবারেজ বলেন-‘আমি মনে করি ছেলেরা দলবদ্ধ হয়ে দারুন খেলেছে, এছাড়া মাঠে শৃঙ্খলা ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছে তারা; বিশেষ করে সুয়ারেজের আকর্ষণীয় গোলে আমি অভিভুত’। প্রতিপক্ষ সম্পর্কে তাবারেজ বলেন-‘আমি মনে করি এটি কোরিয়ার জন্য অত্যান্ত ভাল একটি ম্যাচ ছিল; কিন্তু ভাগ্য তাদের সহায় হয়নি সেটা ছিল আমাদের।

কিন্তু এটাই ফুটবল’। পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত ওই ম্যাচের আট মিনিটে দক্ষিন কোরিয়ার জালে বল পাঠায় লুইস সুয়ারেজ। এরপর দক্ষিণ কোরিয়া মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধের জন্য, চালাতে থাকে একের পর এক আক্রমণ। আর উরগুয়েও টাইগার অফ এশিয়াদের ঠেকাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে সফলতা পেতে কোরিয়ানদের অপেক্ষা করতে হয় ৬৮ মিনিট।

সেসময় খেলায় সমতা ফেরায় দক্ষিন কোরিয়ার লি চুং। সবাই যখন উদ্বেগ আর উৎকণ্ঠায় ঠিক সেই মুহূর্তে ম্যাচের ৮০ মিনিটের মাথায় চমৎকার একটি গোল করে তেজিউক জিয়নসাদের স্বপ্ন তরী ডুবিয়ে দেয় সেই সুয়ারেজ। এরপর আবার দক্ষিণ কোরিয়া দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আর তাই খেলায় সমতা ফিরিয়ে আনাও সম্ভব হয়নি। অবশেষে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেই এবারের মত থামতে হলো এশিয়ার জায়ান্ট দক্ষিণ কোরিয়াাকে। আর বাফানার দেশে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে গেল দু’বারের বিশ্বজয়ী উরগুয়ে।

তবে একথা বলার অপেক্ষা রাখে না যে- যোগ্য দল হিসেবেই কোয়ার্টার ফাইনালে উঠেছে লা সেলেস্তি অলিম্পিকারা। ম্যাচ শুরুর আগেই উরগুয়ের সম্ভাবনার কথা বলছিলেন বিশেষজ্ঞরা, শেষ পর্যন্ত সেটাই সত্য প্রমাণিত হলো। আর অস্কার তাবারেজের হাত ধরে লা সেলেস্তি অলিম্পিকাদের স্বপ্ন যাত্রা আরো একধাপ এগিয়ে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।