আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপের বলে অসন্তুষ্ট বিশ্বের সেরা গোলকিপার!

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’

বিশ্বকাপ ফুটবলের এবারের অফিসিয়াল বল জাবুলানি নিয়ে গবেষনার শেষ নেই। আলোচনা-সমালোচনার আগুনে ঘি ঢেলে তা আরো উস্কে দিলেন বিশ্বের সেরা গোল কিপার হুলিও সেজার। পাঁচবার বিশ্বকাপ জয়ী স্বয়ং ব্রাজিলের এ গোলকীপার বিশ্বকাপের ফুটবল জাবুলানিকে দেখে বলেছেন, এ’ যেন কোনো সুপারমার্কেটে কেনা সস্তার ফুটবল। অথচ এই বিশ্বকাপে বলটির নাম রাখা হয়েছে ‘জাবুলানি’, জুলু ভাষায় যার অর্থ উৎসব উদযাপন। বলটি উপস্থাপন করার সময় ফিফা বড় গলা করে বলেছিল, এটা নাকি ইতিহাসের প্রথম পুরোপুরি গোল বল এবং সেই সঙ্গে সবচেয়ে নির্ভুল লক্ষ্যেরও বটে।

সে সময় বলটির প্রশংসা করেছিল সেজারের দলীয় সতীর্থ এবং বিশ্বের সেরা ফরোয়ার্ড কাকা। ইন্টার মিলানের এবং সেই সঙ্গে ব্রাাজিলের গোলকীপার সেজার কিন্তু এখন বলটি সম্পর্কে আতঙ্কিত। তার কারণ ব্যাখ্যা করেছেন ব্রাজিল দলের গোলকিপিং কোচ ওয়েন্ডেল। তিনি বলেন, বলটি দূর থেকে শট করা হলে অতীব অনিশ্চয়তার সৃষ্টি করতে পারে। গোলকিপার তার লাইন ছেড়ে বেরুলেই আসল বিপদ।

কারণ বলটা গোলকিপারের পেছনে ঝুলে পড়তে পারে এবং নেটে ঢুকে যেতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.