আমাদের কথা খুঁজে নিন

   

বাংলালিংক দেশ অ্যাড আমাদের কি শিক্ষা দিয়ে থাকে --একটি লুলীয় রম্য গবেষণা

তুমি আমি আমরা ......

বাংলালিংক দেশ এর অ্যাড দেখে আমরা কি কি শিক্ষা পাই -- ১/ বাংলাদেশের তরুন তরুণী সবাই ফর্সা । এই দেশে কোন কালা মানুষ নাই ( বিশ্বাস হইতাছে না ? এই যে দেহুইন এত্ত এত্ত ধলা পোলা মাইয়া ... কি খিউট ) ২/ যদিও তারা ফর্সা , তথাপি তাদের এক বস্তা পাউডার ছাড়া চলে ইই না ... ( মাননীয় স্পিকার , পাউডারের মূল্য বৃদ্ধির দাবী জানাই ) ৩/ এই দেশের মানুষ নাচ ভালোবাসে তারা কারণে অকারণে নাচে । তারা দিনে নাচে । তারা রাতে নাচে । তারা বৈশাখে নাচে , তারা বর্ষায় নাচে ( বর্ষা মানে নায়িকা বর্ষা নয় ) তারা রাস্তায় নাচে , গাড়িতে নাচে , ট্রেনে উপরে নাচে ভিতরে নাচে ( ভাগ্য ভালো ট্রেনের নীচে ট্রাই করে নাই ) বাসা বাড়ি অফিস আদালত সবখানে নাচে ।

বিয়ে বাড়ি থেকে মড়া বাড়ি কোন বাড়ি তারা বাদ দিতে রাজি নয় ( আদালত আর মড়া বাড়িতে তারা এখনো নাচের রিহারসেল ফেলে নাই তবে অদুর ভবিষ্যতে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি ) নাচো বাঙ্গালী নাচো ৪/ এই দেশের মানুষ ডিভাইস ছাড়া মোবাইলে কথা বলে !! ( পুরাই জলিল ম্যাজিক ) ৫/ বাংলাদেশে কোন গরীব নাই । সবাই পেটে চিকেন পড়া " ইয়ো ... ডুড " পোলাপান ৬/ এই দেশের সব গান রেট ভিত্তিক ( -- এই তোর রেট কতো ? ) ৭/ এই দেশের তরুন প্রজন্ম গানের সাথে ঠোঁট ( লিপ্সিং ) মিলাইতে পারে না । ( না গো ! এদের চেয়ে আমার জলিল সাব ই ভালো ) ৮/ এই দেশের সবাই ডাক্তার । তারা কথার আগে জিগায় – “ আপনি ভালো আছেন তো “ ( ডাক্তার সাব – কাদেরের দুইদিন যাবত হাগা থামে না । উপায় কইচেন ? ) ৯ / এই দেশের তরুন প্রজন্ম হাসতে হাসতে মিথ্যা কথা বলে – তারা বলে -- “ লিংক নাকি সেরা নেটওয়ার্ক দেয় , লিংক নাকি সেরা প্যাকেজ “ আপ্নেরাই বিবেচনা কইরা কইন – বিষয়ডা হাছা না মিছা ? ( সদা মিছা কতা বলিব , পকেটে মানি ডুকাইবো ) ১০/ এই দেশে কোন বৃদ্ধ নাই ।

এই দেশ বৃদ্ধদের জন্য " NO mans land " অ্যাড মিথ্যা - মিথ্যারে নাচাইলাম শেষ কথা -- লিংক , অ্যাড নয় । আপনারা জনগণকে উত্তম সেবার দেয়ার চেষ্টা করুন । নেটওয়ার্ক উন্নত করুন । কল রেট এর সাথে সাথে নেট প্যাকেজের মূল্য কমিয়ে আনুন । আর অনুগ্রহ পূর্বক ফালতু স্প্যাম মেসেজ দেয়া বন্ধ করুন ।

মানুষ এমনিতেই আপনাদের গ্রহন করবে । নাচা গানা করে লোক হাসাইতে হবে না

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.