সাখাওযাত হোসেন শাওন : ঝালকাঠিতে গতকাল সন্ধায় ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। জামাতের আমির মাওলানা মতিয়ুর রহমান নিজামী, আলি আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর, গ্রেফতারের খবর ছড়িয়ে পরার সাথে সাথে মুক্তির দাবীতে জামায়াত কর্মীরা মিছিল বের করেন। মিছিল বের হওয়ার সাথে সাথে ছাত্রলীগ কর্মী ও পুলিশ যেৌথ ভাবে তাদেরকে ধাওয়া করলে জামায়াত কর্মীরা ফায়ার সার্ভিস মোড়ে পেৌছালে সেখানে আগে থেকে উতপেতে থাকা আরেক দল ছাত্রলীগ কর্মীরা তাদেরকে মাঝ পথে আটকে লাঠি সোটা দিয়ে মারধর শুরু করে। মিছিল লন্ড পন্ড অবস্থা জামায়াত কর্মী ৬/৭ জন আহত হয়। এক পর্যায়ে পুলিশ জামায়াত কর্মী ৭ জনকে গ্রেফতার করেন। এখন ঝালকাঠি থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।