থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
আমাদের কিছু অভ্যাস আছে যে গুলার আমার কাছে ব্যাখাতীত বলে মনে হয়।
পাকিস্তানের এক প্লেয়ার খুব দ্রুত গতির বোলিং করতে পারেন, তাকে তার নিজ এলাকার নামে নাম দিয়ে ডাকা হয় পেশোয়ার এক্সপ্রেস নামে। আমি জানি না পেশোয়ার নামক স্থানে ট্রেন লাইন আছে কি না। থাকবার সম্ভাবনাই বেশী।
তা না হলে এমন নাম পাকিস্তানিদের মোটা মাথা থেকে বের হত না।
আমাদের এক খেলোয়াড় আছে যে কিনা একটু দ্রুত গতির বোলিং করতে পারে। ব্যস, আমরা ব্যাখাতীত ভাবে তাকে ঐ পাকিস্তানি খেলোয়াড়ের অনুকরনে নড়াইল এক্সপ্রেস নাম দিলাম। অথচ নড়াইল নামে যে জেলা আছে সেখানে আমার জানা মতে কোন রেলপথ নাই।
হ্যাঁ, সেখানে বাস পথ, নদীপথও আছে।
তবে আমরা জানি না ‘নড়াইল এক্সপ্রেস’ নামে কোন বাস কিংবা স্টিমার সার্ভিস আছে কিনা।
[ প্রবলেম হইছে, তাই আরেকবার দিলাম ]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।