অনুশীলনে চিরচেনা সেই হাস্যোজ্জ্বল দৃশ্যটি ছিল না কাল। ক্রিকেটারদের মুখ গম্ভীর। হাসি নেই। একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলছে না। সবাই যেন ট্রেনারের নির্দেশনা অনুযায়ী রোবটের মতো প্রাকটিস করে যাচ্ছিলেন।
ক্রিকেটারদের মুখচ্ছবিতে বেদনার ছাঁপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে বলেই কি এমন অবস্থা! নাকি আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে অনেক বেশি দুঃচিন্তায় ক্রিকেটাররা! ব্যাপার কি?
নড়াইল এঙ্প্রেস মাশরাফি বিন মর্তুজাকে অনুশীলনে না দেখে উপস্থিত মিডিয়া কর্মীদের ঘটনাটি বুঝতে আর সমস্যা হলো না। মনে কিছুটা সংশয় থাকলেও তা দূর করে দিলেন বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং। 'মাশরাফি খেলতে পারছেন না। তার শরীরের বাম পাশের মাংস পেশীতে টান লেগেছে।
শুধু এই ম্যাচেই নয়, এশিয়াকাপের বাকি ম্যাচগুলোও খেলতে পারবেন না। আর মুশফিকুর রহিমের ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। তবে আজ সকালে তার ফিটনেস পরীক্ষা করে দেখার পরই বোঝা যাবে তিনি খেলতে পারবেন কিনা!
নড়াইল এঙ্প্রেস যে ইনজুরিতে ভুগছেন তা শোনা গিয়েছিল আগের রাতেই। কিন্তু স্বীকার করেননি বিভব সিং। কাল নিশ্চিত হয়ে তারপর আনুষ্ঠানিকভাবে জানালেন।
প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে বোলিং করার সময় পুরনো ইনজুরিতে পড়েন মাশরাফি। কিন্তু প্রথম দিকে বুঝতে পারেননি। ভেবেছিলেন হয়তো বিশ্রাম নিলেই সেড়ে যাবে। কিন্তু কাল পরীক্ষা করে দেখা গেল এশিয়াকাপেই আর খেলতে পারছেন না তিনি। মাশরাফির পরিবর্তে দলে নেওয়া হয়েছে পেসার শফিউল ইসলাম সুহাসকে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, 'আমরা জেনেছি মাশরাফি ইনজুরিতে পড়েছে। তাই এশিয়াকাপের বাকি ম্যাচগুলোতে সে খেলতে পারছে না। তাই আমরা তার পরিবর্তে শফিউল দলে নিয়েছি। '
কাঁধের ইনজুরির কারণে এশিয়াকাপের শুরু থেকেই নেই গত আসরের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচটিও খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগের ম্যাচে কাঁধে চোট পেয়েছেন অধিনায়ক মুশফিক। এবার মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে আসল মাশরাফির ইনজুরি। তাই আজকের ম্যাচে আফগানিস্তানের চেয়েও বাংলাদেশের কাছে ভয়ঙ্কর প্রতিপক্ষ হচ্ছে ইনজুরি। দলের প্রধান তারকাদের ইনজুরিতে হতাশ বাকি ক্রিকেটাররাও। কাল অনুশীলনেও সেই চিত্রটি ফুটে ওঠেছিল।
মাশরাফির ইনজুরি অবশ্য নতুন কোনো ঘটনা নয়। সেই অভিষেকের পর থেকে নড়াইল এক্সপ্রেস যতদিন খেলেছেন তার চেয়ে বেশি দিন যেন ইনজুরিতে মাঠের বাইরে কাটাতে হয়েছে। ঘরের মাঠে অনুষ্ঠিত ২০১১ সালের বিশ্বকাপও তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি। বার বার ইনজুরিতে পড়লেও মাশরাফির অনুপুস্থিতিটা এবারের মতো আগে কখনো দলের ওপর এত বেশি প্রভাব ফেলেনি। তবে হাজারো কষ্টের মাঝেও ম্যাশ ভক্তদের জন্য খুশির খবর হচ্ছে, বিশ্বকাপের আগেই সেড়ে উঠবেন দেশসেরা পেসার।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কাল সে কথাই জানালেন ফিজিও বিভব সিং। তিনি বলেন, 'এখন থেকেই মাশরাফি পর্যবেক্ষণে থাকবেন। এশিয়াকাপ খেলতে না পারলেও আশা করছি বিশ্বকাপের আগেই তিনি সেরে উঠবেন। '
বিপদ যখন আসে চারপাশ থেকে আসতেই থাকে। এমনিতেই ঘরে বাইরে নানা বিতর্কে টালমাটাল দেশের ক্রিকেট, তার ওপর একের পর এক ইনজুরি যেন সব শেষ করে দিচ্ছে।
আর এর শিকার হচ্ছে কিনা দলের প্রধান ক্রিকেটাররাই। সব মিলে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেট। তবে আশার কথা হচ্ছে, তারকা ক্রিকেটাররা না থাকলেও হতাশ নন কোচ শেন জার্গেনশন। বরং তিনি এ মুহূর্তটাকে তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ সময় বলে মনে করছেন। জার্গেনশন বলেন, 'গত ১৮ মাস থেকে কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি।
তবে এখন অপ্রত্যাশিতভাবে বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরি পড়েছে। তারপরেও আমি মনে করি এটা আমাদের এগিয়ে যাওয়ার সময়। তবে বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়ায় তরুণ ক্রিকেটারদের সামনে একটা সুযোগ এসেছে। তারা এখন নিজেদের প্রমাণ করতে পারবে। তাছাড়া আগের ম্যাচে আমরা হারলেও বেশ খেলায় বেশ উন্নতি লক্ষ্য করেছি।
তাই এই ম্যাচ নিয়ে চিন্তার কিছু দেখছি না। ' শেষ মুহূর্তে যদি মুশফিকুর রহিম খেলতে না পারেন, তার পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন স্পিনার আবদুর রাজ্জাক অথবা নাসির হোসেন। তবে এটা ঠিক করবে টিম ম্যানেজমেন্ট।
সাকিব, তামিম, মাশরাফি নেই। মুশফিকও অনিশ্চিত।
তারপরেও আজকের ম্যাচে জয়ের কথাই ভাবছেন কোচ। পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের ব্যাটিং দৈন্যতা দেখে ভক্তদের মনেও আশার সঞ্চার হয়েছে। টি-২০তে আফগানিস্তান ভালো খেললেও ওয়ানডেতে তারা এখনো দল হয়ে উঠতে পারেনি। স্পিনের তাদের দুর্বলতা পরিস্কার চোখে পড়েছে। তাই জাতীয় দল কেন, বাংলাদেশের 'এ' দল খেললেও তো আফগানদের হারানো সম্ভব।
এমনটাই মনে করছেন দেশবাসী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।