আমাদের কথা খুঁজে নিন

   

বিকশিত বিবাদ

স্বত্ত সংরক্ষিত

প্রথম বৃষ্টিতে বিবশ আমরা কেবলই নিয়মের জলে ভিজি। নিয়ম মেনেই চান করি রোজ- চৌবাচ্চা কিংবা ট্যাপের জলে। নিয়ম মেনেই পলকা বাঁধনে বাঁধি সবাইকে- গান ধরিনা স্নানঘর ছাড়া, বৃষ্টি এলেই জানলা’র পাশে সটান দাঁড়িয়ে থাকি, বৃষ্টি দেখি-আমরা বৃষ্টি দেখি। ছুঁয়ে দিইনা,সভ্যতা নয় বৃষ্টিকে ছোঁয়া; নিত্যি-নতুন ফ্যাশনের ঝোঁকে ব্যস্ত আমরা। ভেজা কাপড়ে সর্দি ডেকে আনে- তাছাড়া ওটা ফ্যাশন নষ্ট করে। আমরা ছুঁইনি,বৃষ্টি যখন আমাদের ছুঁয়ে দিলো, আর ছুঁয়েই পালালো- বৃষ্টি-পরশে আমরা ভীষণ মনমরা হই। অবশ আমরা অবাধ্য জলে ভিজি- শুনি,বৃষ্টি এখনও আমাদেরই কথা বলে। সভ্য আমরা ফ্যাশন বদলে মাঝে মাঝে ভাসি বৃষ্টি’র দলে। অ।রূ ০৫জুন,২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.