বিশ্বাস করবেন কিনা জানিনা আমি ক্রিকেট খেলা মোটামুটি পারি। ফিল্ডিং-এ সামান্য যশ-খ্যাতি আছে। প্রায়ই আমরা বন্ধুরা নদীর ওই পারের মাঠে গিয়ে খেলতাম। কিন্তু এলাকায় যতই এর নাম থাকুক এই খবর তো বিদেশ যাওয়ার মতো না। কি হলো কে জানে।
গতকাল রাতে এর রমনীর ফোন। ইশতিয়াক জি, হ্যা?
আমি কি বলবো বুঝতে পারলাম না। তাও রিস্ক নিয়ে বললাম, হা। আপ কৌন?
ওপাশ থেকে রমনী বললেন, ম্যা শিল্পা শেঠ্ঠি বল রাহা হু ...মুম্বাই সে...
তারপর যা হলো অতো ভালো হিন্দি না জানায় লাউড স্পিকারে কথা বললাম। আমার ভাই বোনেরা হিন্দি সিরিয়ালে দর্শক হওয়ায় পুরোটারই অনুবাদ করে দিল।
যা হলো, শিল্পা আইপিএল -এ তার দলের হয়ে খেলতে সে কি অনুরোধ!!!
আমি জানালাম, আরে আফা আমি তেমন কিছু পারিনা।
সে নাছোড়বান্ধা। সে আমার ফিল্ডিংয়ের সুনাম শুরু করলো।
আমি তাকে পাশ কাটাতে বললাম, না এইটা ওই ফিল্ডিং না। এইটা মেয়েদের সাথে ফিল্ডিং।
সে বলল তা জানলেও চলবে। আমি যাও একটু রাজী হতে নিয়েছিলাম এই কারনে তাও চুপসে গেলাম।
দুষ্টু নারী কোথাকার!
নিজের ইমেজ আর ফুলের মতো চরিত্রের কথা ভেবে সে দিকেও গেলাম না
আপনার এম কোনো ঘটনা আছে নাকি যা বললে মানুষ বিশ্বাস করতে চাইবেনা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।