একদা এক ভক্ত দেবালয় ওপেনিং করতে গিয়ে জানতে পারলেন সেই আরাধ্য উপরওয়ালা সেদিন অন্য ওপেনিং এ ব্যস্ত।
তিনি সেখানে গিয়ে দেখেন যে কোনও মন্দির নেই এবং এক গরীব ব্যাক্তি
দেবালয় ওপেনিং করবে বলে এপো নিয়েছে।
সেই কারবারী কইলেন যে তার মনেই দেবতা সেটাই দেবালয়। প্রেম উপচাইয়া পরলে, কোনও মন্দির লাগে না। ভক্তিই আসল।
সেই কথা জানার পর থেইক্যা আমি খুবই অঅনুপ্রানিোত এবং মেন ব্লগরে দেবালয় বানায়া , শুধু মধু বাক্য বর্ষনের মনস্থ করচই।
তারপর থেইক্যা আমার ব্লগের চেহারা পাল্টায়া গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।