আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি পলাশির ইতিহাস থেকে আদৌ কিছু শিখছি ?

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।

১৭৫৭ সালের এদিনে পলাশিতে সিরাজের (বাংলার) পতন হয় ইংরেজের কাছে । রাজাকারের ভুমিকায় ছিলেন সিরাজের আমাত্যবর্গ মীরজাফর, জগৎশেঠ গং । আমরা কি ইতিহাস থেকে আদৌ কিছু শিখছি ? অনুরুপ ঘটনায় আজকে আমাদের ভুমিকা কি হবে ? সাপ খোলস বদলায় কিন্তু তাতে তার দংশন চরিত্র বদলায় না । উপনিবেশবাদও বদলেছে কিন্তু তার লুম্পেন চরিত্র লুপ্ত হয়নি । সেদিন সামনে ছিল ইষ্ট ইন্ডিয়া কোম্পানী , সহযোগিতায় আমত্যবর্গ নেপথ্যে ব্রিটিশ উপনিবেশবাদ , আজকেও তেল গ্যাস বন্দর প্রশ্নে সামনে বহুজাতিক কর্পোরেট , সহযোগিতায় আমলাতন্ত্র নেপথ্যে মার্কিন সাম্রাজ্যবাদ । আজকে যারা বাংলার তেল গ্যাস বন্দর বেনিয়াদের কাছে তুলে দিতে চায় তাদেরকে কি বলা যায় ? মীরজাফরের উত্তরসুরি ? এটা কি ইতিহাসেরই বক্রাঘাত যে, বর্তমান শাসক দলটির জন্ম ও এদিনে !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।