আমাদের কথা খুঁজে নিন

   

পলাশির যুদ্ধের পর মিডিয়ার প্রতি মীরজাফর

সুন্দর সমর

আপনারা আমার প্রিয়, সকল টিভি চ্যানেল এবং সাংবাদিকবন্ধুজন সবাই অবহিত আছেন দ্যাশব্যাপী চলছে খুশির দেদার আয়োজন পলাশির প্রান্তরে গতকাল গো হারা হেরেছে সিরাজ তারই ফুর্তিতে উথাল-পাথাল দ্যাশ আনন্দের বানে ভেসে যায় আজ! আহা ক্লাইভ বাহাদুর ছিলেন বলেই গতকাল বিজয় হল ! নারী-পুরুষ সবাই ঘর-দোর কাঁপিয়ে ‘জয় জয় কোম্পানি’ বল! তা ছাড়া আপনারাও ছিলেন সব সময় আমাদের সাথে অনেক বৈঠক করেছি কাশিম বাজার কুঠিতে রাত-বিরাতে। না না না এ কথা ঠিক নয় ‘কোম্পানিরা’ কেউ বিদেশি নন, তারা আমাদের হার্ট টু হার্ট একান্ত আপন স্বজন! তাদের নিয়ে বাজে কথা বলে যে সব মুখ-চোখ তারা সব মার্কা মারা দালাল আমাদের কথা বিশ্বাস না হলে সবাই পড়ুন, পড়ুন সবাই ‘দৈনিক নুরে আউয়াল!’ ভাল মানুষ না হলে ‘কোম্পানি’ আমাদের দু:খের দিনে এ ভাবে যুদ্ধে নামেন! আমাদের হয়ে তারা প্রয়োজনে অকাতরে গামলা গামলা রক্ত ঢালেন! আজ আনন্দের দিনেও ক্লাইভ স্যার ব্যস্ত অতিশয়, হাতে তার অনেক কাম বড়ই ব্যস্ত তিনি, বদল করছেন ঘুণে ধরা প্রাসাদের খুটি, ‘ধর্না’, খাম। ‘কোম্পানি’ আমাদের শেখাবেন বিশুদ্ধ গণতন্ত্র এবং নির্বাচন তা নিয়েও চলছে কমিশন গঠনের বিশাল বিশাল আয়োজন! আর সিরাজের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ভীষণ গুরু অভিযোগ জানেন, সরকারের টাকায় বানিয়েছে কোটি কোটি খাট পালংক আর তোষক! চিন্তা করা যায়, বানিয়েছে ডাবল বেডের বড় বড় হাজার হাজার তোষক অথচ জনতার যে সিংগেল খাটও নেই সে জন্য ব্যাটা করেনি এক দিনেরও শোক! গুদাম সিজ করে লক্ষ কোটি তোষক করেছি উদ্ধার এখনও অনেক বাকি, অবশ্য গণনা শেষ হয়নি তার! দুনীর্তির লাট-বেলাট বড় কারিগর বাংলা বিহার উড়িস্যার নবাব সিরাজ, কত ধানে কত কেজি চাল ‘কোম্পানিকে’ সাথে নিয়ে দেখে নেব আজ এদিকে দ্যাশবাসী, প্রতিজ্ঞা করেছি দুনীর্তির ছিঁড়ে নেবো ছাল বাকল চামড়া তা দিয়ে জুতা বানিয়ে দেবে ‘কোম্পানি’, জাতিকে সে জুতা দেব আমরা! পেতে পারেন আপনারাও সেই জুতা, যত সাংবাদিক ব্রাদার-সিস্টার তবে সে জন্য আপনাদের সঠিক ঠিকানাটা জানা বড়ই দরকার। সাংবাদিক ভাই বোনেরা আপনারা ফ্রি, ভোরের কাকের মত ফ্রি, কোনো সেন্সর নাই, সিরাজের অপরাধ কাহিনী তুলে ধরে সব জনতাকে দেখান,আপনাদের মত আমরাও চাই, মন ভরে লেখেন, লেখান, কত অপরাধ করেছে সিরাজ তা মন খুলে দ্যাশবাসীকে যেমনে পারেন দেখান। সিরাজের অপরাধ কাহিনী পেট ভরে লেখেন, লেখান! স্বাধীন চোখে সব দেখেন, দেখান! না সে কাজে কোনও বাঁধা নাই খালি ‘কোম্পানির’ বিরুদ্ধে কেউ কিছু বলবেন না তাই শুধু চাই। এই অনুরোধ লংঘন করিলে তাহার হইতে পারে কড়া কোর্ট মার্শাল! আইনের চাবুক মারিয়া খুলে নেয়া হইতে পারে সে বদমাসের হাড়-গোশত-খাল! আর কথা নয়, বক্তিমে বক বক নয়, কাজে-কামে দ্যাশ ভরে যাক নিজ নিজ হাতকে সবাই এখন থেকে হাতুড়ি লাংগল দা খন্তা কোদাল বানাক! ‘কোম্পানি’ দ্যাশের কাজে ঢেলেছে অর্থ, খরচ করেছে নানা মাল,আর হরেক রংয়ের বিস্তর পানি তাদের সে খরচা সুদে আসলে উঠে আসুক মনভরা এই কামনা খানি করে এইবার আজকের মত এখানেই খোদা হাফেজি করি আসুন সবাই মিলে দ্যাশকে ‘কোম্পানির’ জন্য হীরা-জহরতে গড়ি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।