আমার সভাগ্য হয়েছিল ঢাকা কমার্স কলেজে পরার, সভাগ্য বলবো কিনা যানি নাহ। কারন আমি সুবোদ বালকের ও বেশ কয়েকবার ধরা খাইছি। ব্যবস্থাপনার শিক্ষক চুন্নু সার লেকচার মাঝে খালি এ এ করতো। লেকচার শুনলে ঘুম আসতো। দুষ্টামি কইরা একবার ফ্রেন্ডের খাতায় লিখলাম '' lecture of sonno sir is a sleeping pill"।
পরার পরে আমার পুরা বেঞ্ছ হেসে উঠলো। খাইলাম ধরা, ক্লাস থেকে আউট। আমার লগে ধরা খাইয়া গেলো আর দুই ফ্রেন্ড। মাফ টাফ চাইয়া কোন ফায়দা হয়লো। পরে আম্মারে আনলাম, লেটার দেয়া হলো যে এইরকম আর হইলে টি সি দেয়া হবে।
আর একবার ফ্রক্সি দেতে আসছিল প্রিন্সিপাল কাজী ফারুকির মেয়ে। এক ছেলেরে জিজ্ঞাস করলো কিসু একটা আমি সাপোট দেতে গেলাম পরলা আমার গাডে। আমারে জিজ্ঞাস করলো কোন স্কুল থেকে আসছো বললাম ছিনবেন না নোয়াখালির এক মফস্বল স্কুল থেকে। গেল ম্যাডাম চেইতা। তোমারে যা বলতে বলছি তা বলো।
ভাগ্য ভাল এর মাঝে রিয়েল লেকছার চলে আসলো।
আর একবার পরিক্ষার হলে এক ছেলের সঙ্গে কথা বলতে ট্রাই করলাম সার আইলো হঠাত কইরা তারপর কানের উপর দিয়া মনে হয় এক তুফান গেল বাম গালে আর কানে কিছুক্ষনের জন্য নাই হয়া গেল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।